আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তামিম ইকবালের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চলছে নানা আলোচনা, তিনি বিসিবি সভাপতি হতে চান বলেও গুঞ্জন আছে।
Published : 16 Jan 2025, 07:59 PM
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর বিসিবি সভাপতি হওয়ার সুপ্ত বাসনা ঘনিষ্ঠ মহলে প্রায়ই বলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তাই প্রশ্নটা উঠেই যাচ্ছে, এখন কি ক্রিকেট প্রশাসনে আসার পালা? অপেক্ষা বাড়িয়ে তামিম জানালেন, আপাতত ক্রিকেটেই সব মনোযোগ তার।
প্রায় দেড় বছরের ধরে থমকে থাকা আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনে দিয়েছেন তামিম গত শুক্রবার। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর জাতীয় দলে দেখা না গেলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিতই খেলেছেন অভিজ্ঞ ওপেনার। সামনের দিনগুলোতেও তার পরিকল্পনা এসব নিয়েই।
গত অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা লেগেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। এক যুগ পর বোর্ড সভাপতির পদ হারান নাজমুল হাসান। নতুন বোর্ড গঠনের ক্ষেত্রে নানা ভূমিকায় এসেছে তামিমের নাম। এমনকি ফারুক আহমেদের পাশাপাশি সম্ভাব্য সভাপতি হিসেবে তার নামও ছিল আলোচনায়।
তখন বা এরপরের চার-পাঁচ মাসেও এই প্রসঙ্গে তামিমের কাছ থেকে কিছু জানা যায়নি। এবার আন্তর্জাতিক অবসরের পর মুখ খুললেন তিনি। তবে দেননি পরিষ্কার কোনো উত্তর।
বিপিএলে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ-সেরা হয়ে সংবাদ সম্মেলনে আসেন তামিম। জাতীয় দলকে বিদায় জানানোয় এখন ক্রিকেট প্রশাসনে আসার ব্যাপারে কিছু বলার অবস্থায় আছেন কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই।’
সামনের দিনগুলোর জন্য নিজের পরিকল্পনা অবশ্য জানান তামিম।
“আমি চেষ্টা করব যতদিন... (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়)। এখন তো অবসর নিয়েছি। তাই লেজেন্ডস লিগেও খেলার জন্য কোয়ালিফাই করব (হাসি)। ওসব খেলব। যদি (ঢাকা) প্রিমিয়ার লিগ সময়মতো হয়, ওটা খেলব।”
“যদি ফিট থাকি, বিপিএলটা যতটুকু পারি খেলতে থাকব। আমার মনোযোগ শুধু খেলা নিয়ে। কয়েকটা টুর্নামেন্ট আছে। সেটা নিয়েই।”
আগামী মার্চে হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগের সামনের আসর। গত মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা তামিম এবার ফিরেছেন নিজের পুরোনো দল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। টুর্নামেন্টের সূচি ঠিক থাকলে বিপিএলের পর ঐতিহ্যবাহী ক্লাবটির হয়েই খেলতে দেখা যাবে তামিমকে।