চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাসপ্রিত বুমরাহকে আদৌ পাবে কি না ভারতীয় দল, কিংবা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকেই তিনি খেলতে পারবে কি না, জানা যেতে পারে মঙ্গলবার।
Published : 11 Feb 2025, 11:30 AM
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাবনা কতটা, সেটি অনেকটা পরিষ্কার হতে পারে মঙ্গলবার। এ দিনই জানা যেতে পারে, জাসপ্রিত বুমরাহ এই টুর্নামেন্টে খেলবেন কি না।
ধারণা করা হচ্ছিল, ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে বুমরাহর ফিটনেস পরীক্ষার ম্যাচ। গত মাসে যখন ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, প্রধান নির্বাচক আজিত আগারকার এরকম ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচের ভেন্যু আহমেদাবাদে যাননি এই ফাস্ট বোলার। এই ম্যাচে তার খেলার সম্ভাবনা তাই শেষ। বুমরাহ বরং গেছেন বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে (আগে যেটা ছিল ভারতের জাতীয় একাডেমি)।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনের খবর, সম্প্রতি পিঠে আরেক দফায় স্ক্যান করানো হয়েছে ৩১ বছর বয়সী ফাস্ট বোলারের।
গত মাসের শুরুতে বোর্ডার-গাভাস্কার সিরিজের সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে পিঠের সমস্যায় বোলিং করতে পারেননি বুমরাহ। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। পাঁচ সপ্তাহের বিশ্রাম নিলে তিনি ঠিক হয়ে যাবেন বলে নির্বাচকরা বার্তা পেয়েছিলেন ভারতীয় বোর্ডের মেডিকেল বিভাগ থেকে। সেই আশা থেকেই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তাকে না পাওয়ায় এটা পরিষ্কার যে, তার ফেরার প্রক্রিয়া প্রত্যাশিত পথে এগোয়নি এখনও পর্যন্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত দল আইসিসিকে জানানোর শেষ সময় মঙ্গলবারই। এরপর দলে পরিবর্তন আনতে হলে আইসিসি টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। বুমরাহকে নিয়ে ভারতের নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে তাই এ দিনই।
যদি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলার মতো অবস্থায় না থাকেন বুমরাহ, তাহলে তাকে স্কোয়াডে রাখা হবে। তার বদলে জায়গা পাবেন হার্শিত রানা। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের দুই ম্যাচে খেলে চার উইকেট নিয়েছেন তরুণ এই পেসার। তবে টুর্নামেন্টের শুরুর দিকে না হলেও পরের দিকে যদি বুমরাহকে পাওয়ার সম্ভাবনা থাকেম তাহলেও তাকে স্কোয়াডে রাখা হতে পারে। দলের জন্য তিনি এতটাই জরুরি।
বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেরতে পারবেন কি না কিংবা শুরু থেকেই মাঠে নামতে পারবেন কি না, এই সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকবে বাংলাদেশ দলও। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষেই যে বাংলাদেশের লড়াই দুবাইয়ে।