বিশ্বকাপের তিক্ততা ভুলতে চান কোহলি

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের পর এবারই প্রথম ব্যাট-বলের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। আলোচনার টেবিলে উঠে আসছে গত বিশ্বকাপের ‘বিতর্কিত’ কোয়ার্টার-ফাইনালটি। বিরাট কোহলি অবশ্য তিক্ততায় ভরা সেই অতীত পেছনেই রাখতে চাইছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2015, 02:23 PM
Updated : 8 June 2015, 06:07 PM

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী সোমবার বাংলাদেশ সফরে আসছে ভারত দল। বাংলাদেশের পথে রওনা হওয়ার আগের দিন কলকাতায় সংবাদ সম্মেলনে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চাওয়াটা জানিয়ে রাখলেন ভারতের টেস্ট অধিনায়ক কোহলি।

“আমাদের মধ্যে অতীতের কিছু বিষয় ছিল, যেগুলো এখন পেছনের। তারাও (বাংলাদেশ) সামনের দিকে এগিয়েছে; আমরাও সামনের দিকে এগিয়েছি।”

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আম্পায়ারের একাধিক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল। রুবেল হোসেনের বলে রোহিত শর্মার আউট হওয়ার পর বিতর্কিতভাবে ‘নো বল’ ডাকেন আম্পায়াররা।

ওই ম্যাচে বাংলাদেশের মাহমুদউল্লাহর ক্যাচ নেওয়ার সময় ভারতের শিখর ধাওয়ানের পা সীমানার দড়ি স্পর্শ করেছিল কি-না, তা নিয়েও প্রশ্ন ছিল।

ম্যাচের পরপরই আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়েও কড়া সমালোচনা করেন তখন আইসিসির সভাপতির পদে থাকা আ হ ম মুস্তফা কামাল। এর জের ধরে পরে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে পদত্যাগ করেন তিনি।

কোহলি অবশ্য মনে করেন, বিশ্বকাপের সেই ঘটনাগুলো বাংলাদেশ সফরে তাদের সমস্যার কারণ হবে না।

“আমি মনে করি না, সেখানে (বাংলাদেশে) ওসব নিয়ে কোনো স্মৃতি থাকবে। প্রতিপক্ষের প্রতি কোনো অসন্তোষ থাকবে।”

আগামী ১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।