বদলে যাওয়া ইংল্যান্ডের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে দ্রাবিড়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 04:32 PM BdST Updated: 20 Jun 2022 04:37 PM BdST
এক বছরের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে হারের পর হার, জিততেই যেন ভুলে গিয়েছিল ইংল্যান্ড। আত্মবিশ্বাস ঠেকেছিল তলানিতে। তবে দৃশ্যপটে পরিবর্তন আসতে শুরু করেছে। নতুন রূপের ইংল্যান্ড মাঠে ভীষণ আগ্রাসী, জয় ছাড়া ভাবে না কিছু। বদলে যাওয়া এই ইংল্যান্ডের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
প্রায় বছর খানেক আগের অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ভারত। পাঁচ টেস্টের সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। ম্যানচেস্টারে গত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল পঞ্চম ম্যাচটি। কিন্তু ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে যায় তা। ভারত শিবিরে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার শঙ্কায় নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত।
ওই সিরিজের ফয়সালা করতে আগামী ১ জুলাই থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এবার অবশ্য ম্যানচেস্টারে নয়, ম্যাচটি হবে এজবাস্টনে।
ভারতের বিপক্ষে ওই সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ড লাল বলের ক্রিকেটে পরে যেন আরও পিছিয়ে যায়। জো রুটের নেতৃত্বে ও ক্রিস সিলভারউডের কোচিংয়ে বলতে গেলে পথই হারিয়ে ফেলেছিল তারা। নিজের অধিনায়কত্বের শেষ ১৭ টেস্টে কেবল একটি জেতা রুট ছেড়ে দেন দায়িত্ব। চাকরি হারান সিলভারউড ও ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস।
নতুন ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নেন রবার্ট কি। নেতৃত্বভার দেওয়া হয় বেন স্টোকসের কাঁধে। আর কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ব্রেন্ডন ম্যাককালামকে। তাতেই চোখের পলকে বদলে যেতে শুরু করেছে পুরো ইংল্যান্ড দল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ তারা এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। দাপুটে ক্রিকেটে প্রতিপক্ষকে কোণঠাসা করে ছড়ি ঘোরাচ্ছে দলটি। একটা সময় যে ইংল্যান্ড কোনো মতে ড্র করতে পারলেই নিত স্বস্তির নিঃশ্বাস, এখন তাদের ভাবনায় নেই জয়ের বিকল্প কিছু। কিউইদের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিনে স্টোকস-বেয়ারস্টোর ঝড়ে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে অবিস্মরণীয় জয়টি তারই প্রমাণ।
দুই দলের সবশেষ দেখা হওয়ার পর মাঝে বদল এসেছে ভারতীয় দলেও। টেস্টের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি, নতুন অধিনায়ক এখন রোহিত শর্মা। রবি শাস্ত্রী কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় দায়িত্বটি নিয়েছেন দ্রাবিড়।

“টেস্ট ক্রিকেটের পরিপ্রেক্ষিতে, ম্যাচটা অবশ্যই রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমাদের জন্য এটি কেবলই আরেকটি টেস্ট ম্যাচ, তবে এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের বিষয় রয়েছে। যারা গত বছর এর অংশ ছিল, তাদের জন্য এটি জয়ের মুখে থাকা একটি সিরিজ। তারা সিরিজটি জিততে এবং ভালো করতে উন্মুখ হয়ে আছে।”
বছরখানেক আগের ইংল্যান্ড, আর এখনকার ইংল্যান্ড এক নয়; ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন দ্রাবিড়। তাই রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় আছেন তিনি।
“ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলা সবসময়ই দারুণ; এখানকার দর্শকরা অসাধারণ। ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটে অনেক দর্শকের উপস্থিতি আশা করাই যায়। আর ইংল্যান্ড এই মুহূর্তে খুব ভালোও খেলছে। আমি বলতে চাচ্ছি, তারা খুবই ভালো ক্রিকেট খেলছে।”
“গত বছর আমরা যখন সেখানে ছিলাম, সেই তুলনায় এবারের সফর হয়তো কিছুটা ভিন্ন হতে যাচ্ছে। সেই সময় ইংল্যান্ড সম্ভবত কিছুটা পিছিয়ে ছিল। তবে তারা দারুণ দুটি ম্যাচ খেলেছে (নিউ জিল্যান্ডের বিপক্ষে) এবং আমাদেরও ভালো একটি দল রয়েছে। আশা করি, দারুণ একটি ম্যাচ হবে। আমি টেস্ট ক্রিকেট দেখতে, খেলতে, এতে কোচিং করাতে পছন্দ করি। ম্যাচটির জন্য মুখিয়ে আছি।”
-
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
-
হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
-
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
-
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে বাবর
-
মিচেলের দিকে বল ছুঁড়ে ব্রডের শাস্তি
-
পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
-
নিউ জিল্যান্ডে ৬ মাঠে ৬ ম্যাচ ফারজানা-নিগারদের
-
টেস্ট সংস্কৃতি না গড়লে উন্নতির সম্ভাবনা দেখেন না সাকিব
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?