ক্রেইগের পর ইংল্যান্ড দলে যমজ ভাই জেমি

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে পেস বোলিং বিভাগে শক্তি বাড়াল ইংল্যান্ড। আগে থেকে দলে থাকা ক্রেইগ ওভারটনের যমজ ভাই জেমি ওভারটনকেও যুক্ত করল তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2022, 03:10 PM
Updated : 16 June 2022, 03:10 PM

আগামী ২৩ জুন হেডিংলিতে শুরু হবে দুই দলের লড়াই। ম্যাচটির জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

প্রথম দুই টেস্টের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। সেই দলের সঙ্গে নতুন সংযোজন জেমি ওভারটন।

ঘরোয়া ক্রিকেটে গতি ঝড় তুলে দারুণ বোলিংয়ে নিজেকে মেলে ধরে টেস্ট দলে ডাক পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা জেমি ওভারটন। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ৫ ম্যাচে এখন পর্যন্ত তিনি নিয়েছেন ২১ উইকেট।

এখন পর্যন্ত ৮২ প্রথম শ্রেণির ম্যাচ খেলে জেমি ওভারটনের শিকার ২০৬ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন ৫ বার, চার উইকেট ৭ বার। ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য আছে তার। এক সেঞ্চুরি ও ১১ ফিফটিতে নামের পাশে রান ১ হাজার ৮৭২।

সবশেষ দুই টেস্টেই জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ম্যাথু পটসকে নিয়ে একাদশ সাজায় ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজটি ২-০ তে এরই মধ্যে জিতে নিয়েছে তারা। লিডস টেস্টে তাই জেমি ওভারটনের খেলার সম্ভাবনা রয়েছে ভালোই। আগামী মঙ্গলবার বিকেলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

প্রথম দুই টেস্টের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৮ টেস্ট খেলা ক্রেইগ ওভারটনের। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সমারসেটের হয়ে ৬ ম্যাচ খেলে নিয়েছেন ২৬ উইকেট।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ফোকস (কিপার-ব্যাটসম্যান), জ্যাক লিচ, অ্যালেক্স লিস, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, ম্যাথু পটস, অলি পোপ, জো রুট।