‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ঢাকায় আসছেন রোববার। তার এই ভ্রমণের নির্দিষ্ট কোনো কারণ নেই বলে জানিয়েছে বিসিবি। তবে সংক্ষিপ্ত সফরে তিনি বাংলাদেশের কিছু ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখবেন এবং মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের খেলা দেখবেন কিছুক্ষণ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2022, 01:54 PM
Updated : 21 May 2022, 01:54 PM

মূলত আইপিএলের ফাইনাল দেখতে ভারতে যাবেন বার্কলে। এর আগে ঘুরে যাচ্ছেন বাংলাদেশ। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখ হয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন আইসিসির চেয়ারম্যানের সফরের কারণ।

“কোনো কারণ নাই (এই সফরের)। একদিনের জন্য আসবেন, থাকবেন, এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এটা সৌজন্যমূলক সফর।”

“কালকে আসবেন। কিছু অবকাঠামো হয়তো দেখবেন, শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সফর আছে (পূর্বাচলে নির্মানাধীন), ওটা দেখবেন। কিছু আলাপ-আলোচনা হবে। উনার সঙ্গে একটি ডিনার আছে আমাদের। ২৩ তারিখ উনি খেলা দেখবেন, প্রথম এক ঘণ্টা বা এরকম।”

গ্রেগ বার্কলে পেশায় ছিলেন আইনজীবি। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বেশ কিছু কোম্পানির পরিচালকও তিনি। ২০১২ সাল থেকে ছিলেন নিউ জিল্যান্ড ক্রিকেটের পরিচালক। ২০২০ সালের নভেম্বরে তিনি নির্বাচিত হন আইসিসি চেয়ারম্যান। এই বছরের নভেম্বরে শেষ হচ্ছে তার মেয়াদ।