চট্টগ্রামে বুথে মিলবে ওয়ানডে সিরিজের টিকেট

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের প্রাদুর্ভাবের জন‍্য দেওয়া বিধি নিষেধ উঠে যাওয়ার দিন মঙ্গলবার শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের টিকেট বিক্রি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2022, 04:29 PM
Updated : 20 Feb 2022, 04:29 PM

টিকেট বিক্রি শুরুর পরদিনই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজটি।

সকাল নয়টা থেকে কেবল একটি বুথে টিকেট কেনা যাবে। ম‍্যাচের আগের দিন সন্ধ‍্যা ছয়টা পর্যন্ত চলবে বিক্রি, তবে টিকেট থেকে গেলে পাওয়া যাবে ম‍্যাচের দিন সকালেও।

বিসিবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকেটের প্রাপ্তি স্থান ও মূল‍্য জানায়। সাগরিকার বিটাক মোড়ে সকাল নয়টায় খোলা হবে বুথ।

সর্বনিম্ন ১৫০ টাকায় মিলবে ইস্টার্ন স্ট‍্যান্ডের টিকেট। ৩০০ টাকায় ক্লাব হাউস, ৫০০ টাকায় ইন্টারন‍্যাশনাল স্ট‍্যান্ড ও সর্বোচ্চ ১ হাজার টাকায় রুফ টপের টিকেট কেনা যাবে।

গত বছরের জানুয়ারির পর এই প্রথম চট্টগ্রামে হচ্ছে কোনো ওয়ানডে। পুরো সিরিজই হবে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

স্টেডিয়ামে পুরানো, জীর্ণ চেয়ার পাল্টে নতুন চেয়ার বসানোর পর এই প্রথম সেখানে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বিপিএলে চট্টগ্রাম পর্বে খেলা হয়েছিল দর্শকশূন‍্য মাঠে।

ম‍্যাচ তিনটি হবে ২৩, ২৫ ও ২৮ মার্চ।