র্যাঙ্কিংয়ে মুর্শিদার বড় লাফ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2022 05:35 PM BdST Updated: 25 Jan 2022 06:45 PM BdST
-
মুর্শিদা খাতুন। ছবি: মুর্শিদার ফেইসবুক।
দল জায়গা করে নিতে পারেনি কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেটের চূড়ান্ত পর্বে। তবে বাছাই পর্বে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মুর্শিদা খাতুন। মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।
নারী ক্রিকেটে গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মঙ্গলবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। বাংলাদেশের ওপেনার মুর্শিদা ৩৫ ধাপ এগিয়ে আছেন ৪৮তম স্থানে।
কুয়ালা লামপুরে হওয়া বাছাই পর্বে টানা তিন জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ নারী দল। এতে তাদের আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে হতে যাওয়া কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার আশাও শেষ হয়ে যায়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ও প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মুর্শিদা। এক ফিফটিতে ৪২ গড়ে করেন ১২৬ রান। তার চেয়ে বেশি রান কেবল চামারি আতাপাত্তুর, ২২১। শ্রীলঙ্কান এই ব্যাটার ৬ ধাপ এগিয়ে আছেন আট নম্বরে।
মুর্শিদার ওপরে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটার আছেন নিগার সুলতানা (২৯তম), ফারজানা হক (৪২তম) ও সালমা খাতুন (৪৩তম)। অস্ট্রেলিয়ার বেথ মুনিকে টপকে মেয়েদের টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে ফিরেছেন ভারতের শেফালি বার্মা।
এই বাছাইপর্বে দুর্দান্ত বোলিং করেন নাহিদা আক্তার। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার নেন সর্বোচ্চ ১০ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি আছেন ২৮তম স্থানে। এই তালিকায় তার ওপরে বাংলাদেশের আছেন কেবল সালমা খাতুন, ২০ নম্বরে।
এই সংস্করণের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে নিউ জিল্যান্ডের সোফি ডেভাইন।
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
-
শারমিনের ১০৯, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ফাহিমা
-
যে কারণে ডেভিডের বিপক্ষে রিভিউ নেননি পান্ত
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ