মাশরাফির অভাব অনুভব করবেন মাহমুদউল্লাহ

একই দলে মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা, প্লেয়ার্স ড্রাফটের পর কত হইচই। তবে মাঠের ক্রিকেটে এই ত্রয়ীকে এখনই একসঙ্গে দেখা যাচ্ছে না। চোটের কারণে বিপিএলের শুরুর ম্যাচগুলিতে খেলতে পারবেন না মাশরাফি। তিনজনের সম্পর্কের রসায়ন তো আছেই, তবে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহর বেশি আক্ষেপ বোলার মাশরাফিকে হারিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 11:16 AM
Updated : 20 Jan 2022, 11:16 AM

দীর্ঘ বিরতির পর এবারের বিপিএল দিয়ে আবার মাঠে ফেরার কথা মাশরাফির। তবে গ্লুটসে টান লাগার কারণে একটু দেরিতে হচ্ছে তার ফেরা।

মিনিস্টার ঢাকা দলের পেস আক্রমণ যথেষ্ট সমৃদ্ধ। বিকল্প আছে বেশ কজন। তবে মাশরাফির অভিজ্ঞতা ও স্কিলের বিকল্প তো নেই। বিশেষ করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে তার কার্যকারিতা প্রশ্নাতীত।

টুর্নামেন্ট শুরুর আগে মাহমুদউল্লাহর কণ্ঠে উঠে এলো সেটিই। পাশাপাশি ঢাকা অধিনায়ক জানিয়ে দিলেন মাশরাফির ফেরার সম্ভাব্য সময়ও।

“মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং বিভাগ আরও সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় উনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। কিন্তু প্রথম দুই ম্যাচে উনাকে হয়তো পাব না আমরা। তবে আমি আশাবাদী, তৃতীয় ম্যাচ থেকে উনাকে পাওয়া যাবে।”

এবারের টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ ডে-তেই খেলা আছে মিনিস্টার ঢাকার।