মন্থর ওভার রেটে আইরিশদের শাস্তি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে আয়ারল্যান্ড। জরিমানা করা হয়েছে আইরিশ ক্রিকেটারদের। পাশাপাশি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে দলটির ২ পয়েন্ট কাটা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2022, 10:32 AM
Updated : 10 Jan 2022, 10:32 AM

আইসিসি সোমবার এক বিবৃতিতে জানায়, নির্ধারিত সময়ে দুই ওভার বল কম করায় আয়ারল্যান্ড দলের সবাইকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়।

আর ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট কাটা হয়।

আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

জ্যামাইকায় গত শনিবারের প্রথম ওয়ানডেতে ২৪ রানে হারে আয়ারল্যান্ড। মঙ্গলবার হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।