করোনাভাইরাসে আক্রান্ত মিনহাজুল আবেদীন

দিন দুয়েক ধরে জ্বর ছিল। চিকিৎসকের পরামর্শে কোভিড পরীক্ষা করিয়ে মিনহাজুল আবেদীন পেলেন দুঃসংবাদ। কোভিড পজিটিভ হয়েছেন সাবেক এই অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 04:41 PM
Updated : 5 Jan 2022, 04:41 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিনহাজুল জানান, তেমন কোনো উপসর্গ তার নেই।

“হালকা জ্বর আছে, ৯৯ থেকে ১০০ ডিগ্রির মধ্যে থাকছে জ্বর। এছাড়া আর তেমন কোনো উপসর্গ নেই। কাশি বা সর্দি কিছু নেই। অন্য কোনো জটিলতাও নেই। পরিবারের অন্যরাও আক্রান্ত নয়।”

মিনহাজুল জানান, তার পরিবারের অন্যরা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তিনি নিজেও সত্যিই আক্রান্ত কিনা, এই নিয়ে সংশয় কাজ করছে নিজেরই। বৃহস্পতিবার তাই আবার কোভিড পরীক্ষা করাবেন তিনি।

জাতীয় নির্বাচক কমিটির আরেক সদস্য ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার কোভিডে আক্রান্ত হয়েছিলেন ২০২০ সালের নভেম্বরে। নির্বাচক কমিটির অন্য সদস্য আব্দুর রাজ্জাক এখন জাতীয় দলের সঙ্গে আছেন নিউ জিল্যান্ডে।