মাহমুদুলের ডান হাতে তিন সেলাই
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2022 02:57 PM BdST Updated: 04 Jan 2022 02:58 PM BdST
নিউ জিল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজে প্রথম জয়ের আশা উজ্জ্বল করার দিনে একটা দুঃসংবাদ শুনল বাংলাদেশ। হাতে চোট পেয়েছেন মাহমুদুল হাসান জয়। এই টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করা তরুণ ব্যাটসম্যানের ডান হাতে পড়েছে তিনটি সেলাই।
মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় চোট পান মাহমুদুল। দিনের খেলা শেষে তার চোটের অবস্থা চানান দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
“আজ ফিল্ডিং করার সময় মাহমুদুল হাসান জয় ডান হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মধ্যে চোট পেয়েছে। এখানে যে চিকিৎসক ছিলেন, তিনি সেলাই করে দিয়েছেন। তিটি সেলাই পড়েছে। ওকে এখন সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে।”
“যা যা চিকিৎসা, ওষুধ দরকার, এরই মধ্যে সেগুলো তাকে দেওয়া হয়েছে। এখন কনজারভেটিভ ম্যানজমেন্ট করা হবে।”
চলতি টেস্টে মাহমুদুলের আবার ব্যাটিং করা নিয়ে তো শঙ্কা জাগলই, অবস্থার নাটকীয় উন্নতি না হলে খেলতে পারবেন না হয়তো পরের টেস্টও।
এই টেস্টের প্রথম ইনিংসে তিনটি ভালো জুটি গড়ার পথে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন মাহমুদুল। তার গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৪৫৮ রান তুলে ১৩০ রানের লিড নেয় বাংলাদেশ।
বে ওভালে চতুর্থ দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৪৭। এগিয়ে আছে তারা কেবল ১৭ রানে। ক্রিজে আছেন রস টেইলর ও রাচিন রবীন্দ্র, যা তাদের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি।
-
শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
-
৫ হাজার ছোঁয়ার দিনে মুশফিকের মন্থরতম সেঞ্চুরি
-
অস্ট্রেলিয়ার নারী দল ছেড়ে মর্গ্যানদের কোচ মট
-
আইপিএল ছেড়ে যাচ্ছেন উইলিয়ামসন
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর