করোনাভাইরাসে আক্রান্ত ম্যাকগ্রা

সিডনি টেস্ট শুরুর তিন দিন আগে দুঃসংবাদ শুনলেন গ্লেন ম্যাকগ্রা। করোনাভাইরাস শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই পেসারের শরীরে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2022, 09:27 AM
Updated : 2 Jan 2022, 09:27 AM

অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টটি শুরু আগামী বুধবার। প্রতিবার নতুন বছরে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটি ম্যাকগ্রার কাছে বেশ গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের সহায়তা করতে অর্থ সংগ্রহের জন্য এই ম্যাচকে তিনি উপলক্ষে পরিণত করেছেন।

আপাতত আইসোলেশনে আছেন অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ক্রিকেট অস্ট্রেলিয়া রোববার জানিয়েছে, সুস্থ আছেন ম্যাকগ্রা।

আশা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের তৃতীয় দিন ‘জেন ম্যাকগ্রা ডে’ তে উপস্থিত থাকতে পারবেন ম্যাকগ্রা। এর মাঝেই কোভিড-১৯ নেগেটিভ ফল আসার সম্ভাবনা আছে তার।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের সোমবার দেওয়া হবে ব্যাগি পিঙ্ক ক্যাপ। এদিন মাঠে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ম্যাকগ্রা।