বাবরের চোখে পাকিস্তানের সেরা ও বাজে মুহূর্ত

বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর কীর্তি গড়া হলো ঠিকই। কিন্তু টি-টোয়েন্টির বৈশ্বিক আসরের ফাইনালে খেলা হলো না পাকিস্তানের। দলটির অধিনায়ক বাবর আজমের কাছে তাই বিগত হওয়া বছরটি ছিল মিশ্র অনুভূতির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2022, 03:42 PM
Updated : 1 Jan 2022, 03:42 PM

গত অক্টোবর-নভেম্বরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গড়ে বৈশ্বিক আসরে প্রথম জয়ের কীর্তি। অনেক অপেক্ষার পর পাকিস্তানের হাতে ধরা দেয় এই জয়। ১২ বার ব্যর্থ হওয়ার পর প্রতিবেশী দেশটিকে হারাতে পারে তারা।

শিরোপার দাবিদারের একটি হিসেবে আসর শুরু করেছিল পাকিস্তান। দুর্দান্ত পারফরম্যান্সে সেই পথেই এগিয়ে যাচ্ছিল তারা। ভারতের পর নিউ জিল্যান্ডকেও হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় বাবররা।

কিন্তু অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ভেঙে যায় তাদের সব স্বপ্ন। শেষ চারের লড়াইয়ে অ্যারন ফিঞ্চের দলের বিপক্ষে তারা হেরে যায় ৫ উইকেটে, বিদায় নেয় বিশ্বকাপ থেকে।

২০২১ সালের শেষ দিনে শুক্রবার বছরটি নিয়ে পিসিবির পডকাস্টে নিজের অনুভূতি তুলে ধরেন বাবর।

“এই পরাজয় (অস্ট্রেলিয়ার বিপক্ষে) আমাকে অনেক বেশি আহত করেছে কারণ, ঐক্যবদ্ধ হয়ে আমরা খুবই ভালো খেলছিলাম।”

“দল হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। কারণ, আমরা এত বছর বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি। আমাদের জন্য এটা ছিল বছরের সেরা মুহূর্ত।”