নিউ জিল্যান্ডে বোলিং করে যেমন লেগেছে শরিফুলের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2022 02:11 PM BdST Updated: 01 Jan 2022 02:15 PM BdST
নিউ জিল্যান্ডে স্বাভাবিকের তুলনায় এবার ততটা সবুজ নয় উইকেট। তবে সবুজের ছোঁয়া ভালোভাবেই আছে। দুই দলেরই চাওয়া ছিল আগে বোলিং। ইচ্ছে পূরণ হয় বাংলাদেশের। নিজেকে মেলে ধরেন শরিফুল ইসলাম। তার শরীরী ভাষায় যা ফুটে উঠছিল দিনের খেলা শেষে বললেনও তাই, দারুণ উপভোগ্য ছিল প্রথম ঘণ্টায় বোলিং।
নতুন বছরের প্রথম দিনে শুরু হওয়া মাউন্ট মঙ্গানুই টেস্টে শনিবার প্রথম ঘণ্টায় ১৩ ওভারে নিউ জিল্যান্ড করে কেবল ১৫ রান। ৫ ওভারের স্পেলে তিনটি মেডেনসহ ৭ রান দিয়ে টম ল্যাথামের উইকেট নেন শরিফুল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, নিউ জিল্যান্ডে বাংলাদেশের পেসারদের বোলিং দেখতে মুখিয়ে আছেন তিনি। সবুজ উইকেট পেয়ে যেন তর সইছিল না পেসারদেরও।
আগে কয়েকবার এমন উইকেট পেয়ে বাড়তি কিছু করতে গিয়ে উল্টো প্রচুর রান দেওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের পেসারদের। এবার তেমন কিছু হতে দেননি তাসকিন আহমেদ ও শরিফুল। প্রথম ৮ ওভারে রান দেন কেবল ২ রান। কঠিন পরীক্ষায় ফেলেন ব্যাটসম্যানদের।
বোলিংয়ের সময়ই বোঝা যাচ্ছিল সহায়ক উইকেট পেয়ে পেসারদের কেমন লাগছে। দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিওতে শরিফুল জানালেন অনুভূতি।
“প্রথম ঘণ্টায় ভালো লেগেছে বোলিং করে। নতুন বলে মুভমেন্ট ছিল, সুইং করছিল, খুব উপভোগ করেছি প্রথম এক ঘণ্টা।”
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সুবিধা কমতে থাকে। তবে ভালো বোলিংয়ের ধারা ধরে রাখেন শরিফুল। ফেরান নিজের সবশেষ টেস্ট সিরিজ খেলতে নামা রস টেইলরকে।
২০ ওভারে ৫৩ রান দিয়ে শরিফুল নেন ২ উইকেট। উইকেট নেওয়ার মতো ডেলিভারি ছিল আরও অনেক। কয়েকবারই অল্পের জন্য ব্যাটের কানা নেয়নি বল। শর্ট বলে একটুর জন্য ফিল্ডারের কাছে যায়নি ক্যাচ।
সারা দিনই চমৎকার বোলিং করা শরিফুল জানালেন, বিভিন্ন পর্যায়ে নতুন করে ঠিক করে নিতে হয়েছিল লাইন ও লেংথ।
“লাঞ্চের পর পিচ একটু ভিন্ন রকম ছিল। তখন ফ্ল্যাট হয়ে গিয়েছিল, বল সোজা যাচ্ছিল। যখন দেখলাম ফ্ল্যাট হয়ে গেছে, বল সোজা যাচ্ছে তখন লেংথ একটু পিছিয়ে দিই। যেন স্কোর করা ওদের জন্য একটু কঠিন হয়।”
খুব সহজে আসেনি রান। ৫ উইকেট হারিয়ে সারা দিনে কেবল ২৫৮ রান করতে পারে নিউ জিল্যান্ড।
-
তাইজুলের চমৎকার ফিল্ডিংয়ে রান আউট ওশাদা
-
৫ হাজার ছোঁয়ার দিনে মুশফিকের মন্থরতম সেঞ্চুরি
-
অস্ট্রেলিয়ার নারী দল ছেড়ে মর্গ্যানদের কোচ মট
-
আইপিএল ছেড়ে যাচ্ছেন উইলিয়ামসন
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ