শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারতের যুবাদের রেকর্ড অষ্টম শিরোপা

যুব এশিয়া কাপকে যেন নিজেদের প্রায় সম্পত্তি বানিয়ে ফেলেছে ভারত! বৃষ্টিবিঘ্নিত ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুবারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2021, 03:33 PM
Updated : 31 Dec 2021, 03:33 PM

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৯ উইকেটে জিতেছে ভারত। বৃষ্টির কারণে ৩৮ ওভারে নেমে আসা ম্যাচে শ্রীলঙ্কা ৯ উইকেটে করতে পারে ১০৬ রান। ৩২ ওভারে ১০২ রানের নতুন লক্ষ্য ভারতের যুবারা পেরিয়ে যায় ৬৩ বল বাকি থাকতে।

যুব এশিয়া কাপে ৯ আসরের ৮টিরই শিরোপা জিতল ভারত। এর মধ্যে একটিতে তারা পাকিস্তানের সঙ্গে হয়েছিল যৌথ চ্যাম্পিয়ন। ২০১৭ আসরের শিরোপা জিতেছিল আফগানিস্তান।

সেমি-ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে আসা ভারতের জয়ের ভিত গড়ে দেন মূলত স্পিনাররা। বাঁহাতি স্পিনার ভিকি ওস্তওয়াল ৮ ওভারে স্রেফ ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাইনালের সেরাও তিনিই। অফ স্পিনার কৌশাল তাম্বে ৬ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫৭ রানেই শ্রীলঙ্কা হারায় ৭ উইকেট। ৩৩ ওভারের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে দুই ঘণ্টা। পরে ৩৮ ওভারে নেমে আসা ম্যাচে একশ পার করতে পারে লঙ্কানরা।

তাদের প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল একজন। সেটিও সাদিশা রাজাপাকসার ১৪ রান। আর ৯ নম্বরে নেমে সর্বোচ্চ ১৯ রানে অপরাজিত থাকেন ইয়াসিরু রদ্রিগো।

রান তাড়ায় শুরুতে হারনুর সিংকে হারালেও অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে দলের জয় নিয়ে ফেরেন আঙ্কুরিশ ও শেখ রাশিদ। ৬৭ বলে ৭ চারে আঙ্কুরিশ করেন ৫৬ রান। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৯০ রান করা রাশিদ এবার করেন ৩১।