হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পর ছাড়া পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতে আগামী দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে দেশটির সাবেক এই অধিনায়ককে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2021, 12:35 PM
Updated : 31 Dec 2021, 12:35 PM

হাসপাতালের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, শুক্রবার বিকেলে ছেড়ে দেওয়া হয় ৪৯ বছর বয়সী সৌরভকে। তিনি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রনে’ আক্রান্ত হননি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

“আমরা আজ (শুক্রবার) বিকেলে গাঙ্গুলিকে ছেড়ে দিয়েছি। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে আগামী দুই সপ্তাহ হোম আইসোলেশনে থাকতে হবে। এরপর চিকিত্সার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।”

পিসিআর টেস্টে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় সতর্কতার অংশ হিসেবে গত সোমবার রাতে সৌরভকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে ‘মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি’ দেওয়া হয়।

এই বছরের শুরুতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। পরে তার এনজিওপ্লাস্টি করানো হয়। সেই দফায় কোভিড নেগেটিভ ছিলেন তিনি। পরে বুকে অস্বস্তি নিয়ে আরেক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

তার ভাই ও সাবেক ক্রিকেটার স্নেহাশীষ গাঙ্গুলি কোভিড পজিটিভ হয়েছিলেন গত বছর। তখনও সৌরভ ছিলেন নেগেটিভ।