সানজামুলের ৮ উইকেট, ৩ দিনেই জিতল উত্তরাঞ্চল

সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে তৃতীয় দিনেও বোলারদের জন্য মিলল যথেষ্ট সহায়তা। সুযোগটা বেশি কাজে লাগালেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ৮ উইকেট নিয়ে তিনি লক্ষ্যটা রাখলেন নাগালে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে সহজেই হারাল বিসিবি উত্তরাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 12:56 PM
Updated : 28 Dec 2021, 12:56 PM

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে তৃতীয় দিন মঙ্গলবার উত্তরাঞ্চলের জয় ৬ উইকেটে। ১১১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৮ ওভারে।

প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া পূর্বাঞ্চল ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও। বিনা উইকেটে ১৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ২৫৪ রানে অলআউট হয়ে যায় তারা। প্রথম ইনিংসে ১৫৪ রানে এগিয়ে থাকায় উত্তরাঞ্চল পায় ছোট লক্ষ্য।

সানজামুল ৮ উইকেট নেন ২০ ওভারে ৯৮ রান দিয়ে। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড তারই, বিসিএলেই ২০১৬-১৭ মৌসুমে চট্টগ্রামে উত্তরাঞ্চলে হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৮০ রানে নিয়েছিলেন ৯ উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ৩১ বছর বয়সী সানজামুলের হাতেই।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দিনের চতুর্থ ওভারেই ধাক্কা খায় পূর্বাঞ্চল। বাঁহাতি পেসার শফিকুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে যান মোহাম্মদ আশরাফুল। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইমরুল কায়েসও। তাকে মার্শাল আইয়ুবের ক্যাচ বানিয়ে শিকার ধরেন সানজামুল।

বেশ খানিকটা সময় উইকেটেও কাটিয়ে বাজেভাবে আউট হন শামসুর রহমান (৩৮ বলে ১৮)। স্টাম্পড হন তিনি সানজামুলের স্পিনে। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে আফিফ হোসেনের ৩৮ বলে ৩৫ রানের ইনিংস শেষ হয় স্লিপে ক্যাচ দিয়ে, বোলার সেই সানজামুল।

এই স্পিনারের পরের ওভারে শাহাদাত হোসেন আউট হন স্লিপে জুনায়েদ সিদ্দিকের দারুণ ক্যাচে। ১৩২ রানেই পূর্বাঞ্চল হারায় ৫ উইকেট।

লাঞ্চ বিরতির পর প্রথম বলে মাহমুদুল হাসানকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন সানজামুল। শফিকুলের শর্ট বলে আলগা শটে স্লিপে ধরা পড়েন কিপার-ব্যাটসম্যান প্রিতম কুমার।

১৭৯ রানে ৭ উইকেট হারিয়ে আবারও দুইশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল পূর্বাঞ্চল। লেট অর্ডারে নাঈম হাসানের ৩৭ বলে ৪৫ ও তানভির ইসলামের ২৪ বলে অপরাজিত ৩০ রানের সৌজন্যে আড়াইশ পার করতে পারে তারা। শেষ তিন ব্যাটসম্যানও সানজামুলের শিকার।

ছোট লক্ষ্য তাড়ায় উত্তরাঞ্চলের শুরুটা তেমন ভালো হয়নি। আগ্রাসী ব্যাটিংয়ে ১৭ বলে ২ চার ও একটি ছক্কায় ১৯ রান করে ফেরেন তানজিদ হাসান। তাকে এলবিডব্লিউ করার পর নিজের পরের ওভারে তানবীর হায়দারকেও বিদায় করেন তানভির ইসলাম।

৩৪ রানে ২ উইকেট হারানো উত্তরাঞ্চল জয়ের পথে এগিয়ে যায় জুনায়েদ ও নাঈম ইসলামের দৃঢ়তায়। জয় থেকে ১৮ রান দূরে থাকতে আউট হন জুনায়েদ (৩৮), ১৫ রান দূরে থাকতে নাঈম (২৮)। মাহিদুল ইসলামকে নিয়ে বাকিটা সারেন অধিনায়ক মার্শাল।

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৬৬

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩১০

পূর্বাঞ্চল ২য় ইনিংস: ৫১ ওভারে ২৫৪ (আগের দিন ১৭/০) (ইমরুল ২৩, আশরাফুল ১৮, শামসুর ১৮, শাহাদাত ২৭, আফিফ ৩৫, মাহমুদুল ৮, প্রিতম ৩৩, নাঈম হাসান ৪৫, তানভির ৩০*, ইফরান ১২, আসাদুজ্জামান ০; শফিকুল ১৫-৫-৫৮-২, সানজামুল ২০-২-৯৮-৮, শরিফউল্লাহ ৯-০-৬৫-০, মহিউদ্দিন ২-০-৯-০, নোমান ৫-০১৯-০)

উত্তরাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্যে ১১১) ২৮ ওভারে ১১১/৪ (তানজিদ ১৯, জুনায়েদ ৩৮, তানবীর ৭, নাঈম ইসলাম ২৮, মার্শাল ১২*, মাহিদুল ৫*; নাঈম হাসান ১০-১-৪০-১, মাহমুদুল ২-০১৪-০, তানভির ৮-১-৩৫-২, আফিফ ৪-০-৯-১, ইফরান ৪-১-১১-০)

ফল: উত্তরাঞ্চল ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সানজামুল ইসলাম।