করোনাভাইরাস: বাতিল এমজানসি সুপার লিগ

মাঠে গড়াচ্ছে না দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমজানসি সুপার লিগের এবারের আসর। করোনাভাইরাস সতর্কতায় বাতিল করা হয়েছে প্রতিযোগিতাটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2021, 02:34 PM
Updated : 20 Dec 2021, 02:34 PM

আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এমজানসির ২০২১ আসর। কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ায় আপাতত টুর্নামেন্টটি হচ্ছে না।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে অনেক দেশ এরই মধ্যে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দেশটিতে অন্যান্য দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

এমজানসির বদলে ফেব্রুয়ারিতে ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হবে বলে দক্ষিণ আফ্রিকা বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে।

২০১৮ সালে প্রথম মাঠে গড়ায় এমজানসি লিগ। পরের বছরও এই টুর্নামেন্ট আয়োজন করে সিএসএ। কিন্তু করোনাভাইরাসের কারণে ২০২০ সালে আর সম্ভব হয়নি। এবারও একই কারণে তা ভেস্তে গেল।