দ.আফ্রিকা-ভারত সিরিজের জৈব-সুরক্ষা বলয়ের নিয়মে বদল

ভারত সিরিজে জৈব-সুরক্ষা বলয়ের নিয়মে পরিবর্তন এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। করোনাভাইরাসে আক্রান্ত ক্রিকেটার ও তার সংস্পর্শে আসা কাউকে ছাড়তে হবে না জৈব-সুরক্ষা বলয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2021, 05:35 PM
Updated : 14 Dec 2021, 05:35 PM

কোভিড-১৯ পজিটিভ হওয়া ক্রিকেটারকে জৈব-সুরক্ষা বলয়ে টিম হোটেলেই রাখা হবে, যদি তিনি থাকেন স্থিতিশীল অবস্থায়।

আগের মতো আক্রান্ত ক্রিকেটারের ঘনিষ্ট সংস্পর্শে আসা কাউকে থাকতে হবে না আইসোলেশনে। দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন এমনকি খেলতেও পারবেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। এই সপ্তাহের শেষ দিকে জোহানেসবার্গে পৌঁছানোর কথা ভারতের। দুই বোর্ড সম্মত হয়েছে যে, জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে যেকোনো পজিটিভ কেইস মোকাবেলা করা সহজ হবে।

“ইকোসিস্টেমের মধ্যে সবাই থাকবে এই বিবেচনায় পজিটিভ হওয়া ব্যক্তিকে হোটেল রুমেই আইসোলেশনে রাখা হবে, যদি সে ক্লিনিক্যালি স্টেবল থাকে।”

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। পরেরটি শুরু ৩ জানুয়ারি, জোহানেসবার্গে। তৃতীয় ও শেষ টেস্ট কেপ টাউনে ১১ জানুয়ারি।

এরপর ১৯ জানুয়ারি পার্লে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।