সৌম্যর ফিফটি, আবু জায়েদের ৪ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2021 08:18 PM BdST Updated: 16 Nov 2021 08:29 PM BdST
-
সৌম্য সরকার ও আবু জায়েদ চৌধুরি (ডানে)
বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার দিন ঘরোয়া বড় দৈর্ঘ্যের ম্যাচে রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার। দলের বিপর্যয়ের মুখে নেমে করেছেন ফিফটি। খুলনা বিভাগের হয়ে ইনিংসটি যদিও বড় করতে পারেননি তিনি। দারুণ বোলিংয়ে তাদের দুইশর আগে থামিয়ে দিয়েছেন আবু জায়েদ চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদরা।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সোমবার প্রথম ইনিংসে সিলেটকে ১৩২ রানে গুটিয়ে দেওয়ার পর খুলনা অলআউট হয় ১৮৩ রানে। প্রথম স্তরের ম্যাচটির তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে সিলেটের রান ১ উইকেটে ৮০। ২৯ রানে এগিয়ে আছে তারা। ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগের দিনের ৮ উইকেটে ১৩২ রানের সঙ্গে প্রথম ইনিংসে আর কোনো রান যোগ করতে পারেনি সিলেট। আগের দিন ৪ উইকেট নেওয়া পেসার আল আমিন হোসেন শেষ ব্যাটসম্যান হিসেবে খালেদকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।
জবাবে খুলনার হয়ে সৌম্য ও নাহিদুল ইসলামের ফিফটি ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। চার নম্বরে নেমে ৮৭ বলে ৭ চারে ৫৭ রান করেন সৌম্য। ১০৮ বলে ৭ চারে ৬৪ নাহিদুল।
১৩ ওভারে ৫টি মেডেন দিয়ে ২৭ রানে ৪ উইকেট নেন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ পেসার আবু জায়েদ। অনেক দিন দলের বাইরে থাকা খালেদ ৬৯ রানে নেন ৩টি। টেস্ট দলের আরেক পেসার ইবাদত হোসেন ৩৫ রানে ২টি।
আবু জায়েদের তোপে পড়ে ১০ রানে ৪ উইকেট হারায় খুলনা। ডানহাতি পেসার চতুর্থ বলেই এলবিডব্লিউ করে দেন অমিত মজুমদারকে। ইবাদতের বলে এলবিডব্লিউ হন এনামুল হক বিজয়।
পঞ্চম ওভারে আবু জায়েদের তিন বলের মধ্যে বিদায় নেন ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন। ইমরুল ক্যাচ দেন কিপারকে, মিঠুন স্লিপে।
এরপরই প্রতিরোধ গড়েন আসরে প্রথম খেলতে নামা সৌম্য ও নাহিদুল। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১০১ রানের জুটি।
ফিফটির পরপর সৌম্য বিদায় নেন খালেদের বলে ইবাদতকে ক্যাচ দিয়ে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে নাহিদুলকে কট বিহাইন্ড করান ইবাদত।
৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই আসাদুল্লাহ গালিবকে হারায় সিলেট। আরেক ওপেনার শানাজ আহমেদ মাঠ ছাড়েন ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে। দিন শেষে অমিত হাসান ৪৫ ও জাকির হাসান ১৪ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৪৪.৪ ওভারে ১৩২ (আগের দিন ১৩২/৮) (আবু জায়েদ ৬, ইবাদত ০*, খালেদ ০; আল আমিন ১৪.৪-৫-৩৪-৫, মাসুম ৮-৩-২১-১, সৌম্য ৯-২-২৫-১, জিয়াউর ৫-১-১৭-১, টিপু ৮-২-১৯-১)
খুলনা ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৮৩ (অমিত ০, এনামুল ৪, ইমরুল ৬, সৌম্য ৫৭, মিঠুন ০, নাহিদুল ৬৪, জিয়াউর ০, রায়হান ০, মাসুম ১৮, টিপু ৫*, আল আমিন ১০; আবু জায়েদ ১৩-৫-২৭-৪, ইবাদত ১৩-২-৩৫-২, খালেদ ১৪-০-৬৯-৩, শাহানুর ১০-১-৪১-১, এনামুল ৩-১-৮-০)
সিলেট ২য় ইনিংস: ২৩ ওভারে ৮০/১ (গালিব ১০, শানাজ ১০ রিটায়ার্ড হার্ট, অমিত ৪৫*, জাকির ১৪*; আল আমিন ৭-২-২০-১, মাসুম ৩.২-০-৯-০, সৌম্য ৫.৪-০-১৯-০, হালিম ৪-০-২৪-০, টিপু ২-১-১-০, নাহিদুল ১-০-৭-০)।
শুভাগত ও নাদিফের ফিফটি
প্রথম স্তরের আরেক ম্যাচে শুভাগত হোম, নাদিফ চৌধুরি ও এনামুল হকের ব্যাটে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে ঢাকা বিভাগ।
তৃতীয় দিন ঢাকার প্রথম ইনিংস থেমেছে ৩৭১ রানে। দিন শেষে রংপুরের রান ১ উইকেটে ৬৮। এই ম্যাচেও প্রথম দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
ঢাকার হয়ে সেঞ্চুরির সুযোগ হারান শুভাগত ও নাদিফ। ছয় নম্বরে নেমে ১১৬ বলে ১০ চারে ৭৬ রান করেন শুভাগত। সাত নম্বরে নাদিফ ১২৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ৮২ রান।
১০ নম্বরে নেমে ৪৯ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৯ রানে অপরাজিত ছিলেন পেসার এনামুল।
বিকেএসপির চার নম্বর মাঠে ৪ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে ঢাকা। আগের দিনের ২৪ রানের সঙ্গে তাইবুর রহমান যোগ পারেন কেবল ৮ রান। শুভাগত ও নাদিফের ব্যাটে দুইশ ছাড়ায় দলের সংগ্রহ। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৭৯ রানের জুটি।
সেঞ্চুরির দিকে এগোতে থাকা শুভাগত কাটা পড়েন রান আউটে। আর নাদিফকে থামান তানবীর হায়দার। ৩২৭ রানে ৯ উইকেট হারানো দলটি পৌনে চারশর কাছাকাছি যায় মূলত এনামুলের ঝড়ো ব্যাটিংয়ে।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম। আলাউদ্দিন বাবু ও তানবীর নেন ২টি করে উইকেট।
জবাবে শুরুতে মাইশুকুর রহমানকে হারায় রংপুর। সৌম্যর মতো টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া আরেক ব্যাটসম্যান লিটন দাস ২৪ ও তানবীর ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ১১৯.৫ ওভারে ৩৭১ (আগের দিন ১১৫/৪ (তাইবুর ৩২, শুভাগত ৭৬, নাদিফ ৮২, সুমন ২৫, নাজমুল ১, এনামুল ৪৯*, সালাউদ্দিন ১৬; আলাউদ্দিন ২০.৫-৪-৫২-২, রবিউল ২৩-৩-৭৪-১, মুকিদুল ২১-৫-৬০-৩, সোহরাওয়ার্দী ২১-২-৭৩-১, আরিফুল ১৫-৪-৩৫-০, নাসির -১-২৩-০, তানবীর ১১-১-৪৭-২)
রংপুর ১ম ইনিংস: ১৯ ওভারে ৬৮/১ (মাইশুকুর ১৭, লিটন ২৪*, তানবীর ২১*; সুমন ৪-১-১৩-০, সালাউদ্দিন ৮-৪-২৯-১, এনামুল ২-০-৮-০, নাজমুল ৪-০-১৩-০, শুভাগত ১-০-১-০)
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস