ভারত-ইংল্যান্ড স্থগিত টেস্ট এজবাস্টনে

ইংল্যান্ড ও ভারতের স্থগিত হওয়া পঞ্চম টেস্টের নতুন সূচি চূড়ান্ত হয়েছে। বদলে গেছে ভেন্যুও। এজবাস্টনে আগামী বছরের ১ জুলাই শুরু হবে ম্যাচটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 01:56 PM
Updated : 22 Oct 2021, 01:56 PM

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা শুক্রবার এক বিবৃতিতে জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্থগিত সিরিজের অংশ হিসেবেই গণ্য হবে ম্যাচটি। প্রথম চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির দল।

গত মাসে প্রাথমিকভাবে ম্যাচটি হওয়ার কথা ছিল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। কিন্তু ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে যায় তা। ভারত শিবিরে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার শঙ্কায় নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত।

এখন আগামী ২৫ অগাস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট হবে ম্যানচেস্টারে। প্রাথমিকভাবে যেটি হওয়ার কথা ছিল এজবাস্টনে।

আগামী বছর ইংল্যান্ড সফরে ভারতের সীমিত ওভারের সিরিজ শুরুর সময়ও পিছিয়ে গেছে ছয় দিন। নতুন সূচিতে ৭ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। আর প্রথম ওয়ানডে ১২ জুলাই।