এমসিসির আজীবন সদস্য হলেন কুক-হেরাথ-ক্যালিস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2021 08:26 PM BdST Updated: 19 Oct 2021 08:45 PM BdST
-
শ্রীলঙ্কার সাবেক স্পিনার ও বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মাননা পেলেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালেস্টার কুক। তার সঙ্গে ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থার আজীবন সদস্য হলেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার ও বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ।
এই বছর এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ১৮ জনকে। যাদের নির্বাচিত করা হয়েছে ১২ টেস্ট খেলুড়ে দেশের আটটি থেকে।
কুকের সঙ্গে ইংল্যান্ডের আরও আছেন মার্কাস ট্রেসকোথিক ও ইয়ান বেল। আন্তর্জাতিক ক্রিকেটে যাদের মোট রান ৩৯ হাজারেরও বেশি। সদস্যপদ পেয়েছেন মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরা কিপার-ব্যাটারদের একজন ইংল্যান্ডের সারাহ টেইলর।
দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস ও মরনে মরকেল পেয়েছেন এই স্বীকৃতি।
টেস্ট ক্রিকেটে বল হাতে দুর্দান্ত ছিলেন হেরাথ। দুই দশকের ক্যারিয়ারে এই লঙ্কান স্পিনার নিয়েছেন ৪৩৩ উইকেট। যা তাকে জায়গা করে দিয়েছে টেস্ট ইতিহাসের সেরা ১০ উইকেট শিকারির তালিকায়।
অস্ট্রেলিয়া থেকে সদস্যপদ পেয়েছেন ডেমিয়েন মার্টিন ও নারী ক্রিকেটার অ্যালেক্স ব্ল্যাকওয়েল। অলরাউন্ডার ব্ল্যাকওয়েল দেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৫০-এর বেশি ম্যাচ। আর মার্টিন আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন প্রায় ১০ হাজার।
আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ক্যারিয়ার পার করা দুই ভারতীয়কে দেওয়া হয়েছে এমসিসির সদস্যপদ; হরভজন সিং ও জাভাগাল শ্রীনাথ। টেস্টে দেশটির তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হরভজন। এই স্পিনার ১০৩ টেস্টে নিয়েছেন ৪১৭ উইকেট। আর জাভাগাল শ্রীনাথ ভারতের সেরা পেসারদের একজন। ৩১৫ উইকেট নিয়ে ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, শিবনারায়ন চন্দরপল ও রামনরেশ সারওয়ানকে দেওয়া হয়েছে সদস্যপদ। নিউ জিল্যান্ডের নারী ক্রিকেটার সারা ম্যাকগ্ল্যাশন ও জিম্বাবুয়ের অলরাউন্ডার গ্রান্ট ফ্লাওয়ার পেয়েছেন এই সম্মাননা।
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
-
শারমিনের ১০৯, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ফাহিমা
-
যে কারণে ডেভিডের বিপক্ষে রিভিউ নেননি পান্ত
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ