ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

ম্যাচটি খেলার কথা ছিল নিজেদের মধ্যে। তবে প্রতিপক্ষ হিসেবে পাওয়া গেছে স্বাগতিকদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 01:52 PM
Updated : 5 Oct 2021, 01:52 PM

মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে অংশ নিতে ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টিন শেষে মঙ্গলবার প্রথম অনুশীলন করে বাংলাদেশ দল। বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের ম্যানেজার রাবীদ ইমাম জানান, করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসায় অনুশীলনে ছিলেন কোচ-খেলোয়াড়দের সবাই।

মাসকাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন চলবে আরও দুই দিন। পরদিন ওই প্রস্তুতি ম্যাচ।

এরপর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে মাহমুদউল্লাহর দল। সেখানে এক দিন কোয়ারেন্টিন শেষে এক দিন হবে অনুশীলন।

১২ ও ১৪ অক্টোবর আবু ধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল আবার ওমানে ফিরবে ১৫ অক্টোবর।

এবার এক দিন অনুশীলনের পরই শুরু বিশ্বকাপের লড়াই। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে, ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে দল।

জৈব-সুরক্ষা বলয়ে বিশ্বকাপ আয়োজন করা হলেও পাঁচদিন পরপরই কোভিড পরীক্ষা করানো হবে বলয়ে থাকা সবার।