নিউ জিল্যান্ড সিরিজের মাঝে ইংলিশদের নেদারল্যান্ডস সফর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2021 08:49 PM BdST Updated: 30 Sep 2021 08:49 PM BdST
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যেই নেদারল্যান্ডস সফরে যাবে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ ও হেডিংলি টেস্টের মাঝের সময়ে সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বৃহস্পতিবার নেদারল্যান্ডস সফরের সূচি প্রকাশ করে। আগামী ১৭, ১৯ ও ২২ জুন হবে দুই দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ তিনটি।
গত বছরের মে মাসে এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তখন স্থগিত করে দেওয়া হয় সেটি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২ জুন, লর্ডসে। পরের দুই ম্যাচ শুরু ১০ জুন নটিংহ্যামে ও ২৩ জুন লিডসে। শেষ দুই টেস্টের মাঝে পাওয়া সময়েই নেদারল্যান্ডস সফরটি করবে তারা।
সাদা ও লাল বলের সিরিজ একই সঙ্গে খেলতেও সমস্যা হওয়ার কথা নয় ইংল্যান্ডের। তাদের টেস্ট ও সীমিত ওভারের দল প্রায় আলাদা। দলটির হয়ে তিন সংস্করণেই কেবল খেলেন জস বাটলার, বেন স্টোকস ও জফ্রা আর্চার।
সীমিত ওভার ক্রিকেটে ইংলিশদের দলের গভীরতাও অনেক। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে এর প্রমাণ দিয়েছে তারা। কোভিড-১৯ ছোবল দেওয়ায় মূল দলকে আইসোলেশনে রেখে সম্পূর্ণ নতুন দল সাজিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করে তারা।
সুপার লিগের পয়েন্ট টেবিলে নেদারল্যান্ডস আছে তলানিতে। যদিও এখন পর্যন্ত ছয় সিরিজের মধ্যে তারা কেবল খেলতে পেরেছে একটি। গত জুনে আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে পেয়েছে ২০ পয়েন্ট।
টেবিলে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। মূলত ২০২৩ বিশ্বকাপের বাছাই এই সুপার লিগ। যেখানে শীর্ষ আট দল সরাসরি অংশ নিবে টুর্নামেন্টে।
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’