কোহলিকে নিয়ে দলে অসন্তোষের খবর উড়িয়ে দিল বিসিসিআই
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2021 11:49 AM BdST Updated: 30 Sep 2021 11:50 AM BdST
কোথাও খবর হয়েছে, বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে দলে দানা বেঁধেছে অসন্তোষ। কোথাও আবার খবর, অধিনায়কের বিরুদ্ধে ক্রিকেটারদের কয়েকজন অভিযোগ করেছেন বোর্ডের কাছে। বোর্ডের চাপেই দায়িত্ব ছেড়েছেন কোহলি, এমন খবরও হয়েছে। কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যমে একের পর এক খবর চলছেই। এসব দেখে ক্ষুব্ধ বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন সিং ধুমাল বললেন, ‘ফালতু’ খবর প্রকাশ বন্ধ করা উচিত।
নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার সময় কোহলি বলেছিলেন, নিজের তাগিদেই তার এই সিদ্ধান্ত। তবে সংবাদমাধ্যম সেই সিদ্ধান্তের পেছনের নানা কারণ খুঁজতে ব্যস্ত। কোহলির ঘোষণার পরপরই খবর প্রকাশিত হয়, বোর্ডের কাছে তিনি অনুরোধ করেছেন যেন রোহিত শর্মাকে সহ-অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপর আবার খবরে আসে, ভারতীয় দলের ক্রিকেটারদের একাংশ বোর্ডের সচিব জয় শাহর কাছে অভিযোগ করেছেন কোহলির নেতৃত্ব নিয়ে। দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে বোর্ড সচিবের কাছে কোহলির বিরুদ্ধে অভিযোগ জানান বলেও খবর হয়।
তবে টাইমস অব ইন্ডিয়াকে অরুন ধুমাল বললেন, এসব খবরের কোনো ভিত্তি নেই।
“মিডিয়ার উচিত এসব ফালতু খবর খেলা বন্ধ করা। আমি এটা প্রকাশ্যে বলছি, কোনো ভারতীয় ক্রিকেটার, লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি বিসিসিআইয়ের কাছে। প্রতিটি ভুয়া প্রতিবেদন নিয়ে বিসিসিআই উত্তর দিয়ে যাবে, এটা হতে পারে না। কদিন আগে খবর প্রকাশিত হলো, ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে। এসব কথা কে বলে তাদেরকে!”
ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার পর আগামী মৌসুম থেকে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দেন কোহলি।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা