দারুণ জয়ের ম্যাচে মর্গ্যানের ২৪ লাখ রুপি জরিমানা

একেই বুঝি বলে হরিষে বিষাদ। মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দেওয়ার ম্যাচের পর খানিকটা দুঃসংবাদ শুনতে হলো ওয়েন মর্গ্যানকে। মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ককে। শাস্তি পাচ্ছেন দলের অন্যরাও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2021, 02:56 AM
Updated : 24 Sept 2021, 02:56 AM

আবু ধাবিতে বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয় মর্গ্যানকে। মৌসুমের দ্বিতীয় ওভার রেট শাস্তির কারণে তার জরিমানার অঙ্ক এত বড়।

কলকাতা একাদশের অন্যদের ম্যাচ ফির ২৫ শতাংশ কিংবা ৬ লাখ রূপির মধ্যে অঙ্কে যেটা কম আসে, তা জরিমানা গুনতে হবে।

এই ম্যাচে মুম্বাইকে ৭ উইকেটে হারায় কলকাতা। রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের ৭৮ উদ্বোধনী জুটিতে মুম্বাইয়ের শুরুটা দারুণ হলেও পরে ঘুরে দাঁড়ায় কলকাতা। রোহিতদের ১৫৫ রানে আটকে রেখে রান তাড়ায় মর্গ্যানরা জিতে যায় ১৫.১ ওভারেই। রাহুল ত্রিপাঠি তিনে নেমে করেন ৪২ বলে অপরাজিত ৭২। ওপেনিংয়ে এই মৌসুমের চমক ভেঙ্কাটেশ আইয়ার ৩০ বলে করেন ৫৩।

আগের ম্যাচের মতো এ দিনও কলকাতার একাদশে জায়গা পাননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।