মৌসুম শেষে ধারাভাষ্যকে মাইকেল হোল্ডিংয়ের বিদায়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2021 04:53 AM BdST Updated: 16 Sep 2021 04:53 AM BdST
ক্রিকেট ধারাভাষ্যকে বিদায় জানানোর ইঙ্গিত গত বছরই দিয়েছিলেন মাইকেল হোল্ডিং। এবার নিয়ে নিলেন পাকাপাকি সিদ্ধান্ত। ইএসপিএনক্রিকইনফোর খবর, চলতি মৌসুম শেষে ধারাভাষ্যকর হিসেবে তিন দশকের লম্বা ক্যারিয়ারের ইতি টানবেন ওয়েস্ট ইন্ডিজের এই পেস কিংবদন্তি।
খেলোয়াড়ী জীবনের মতো ক্রিকেট ধারাভাষ্যেও হোল্ডিং ইতিহাসের সেরাদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে স্কাই স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে যুক্ত তিনি। ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেট বিশ্বজুড়ে ৬৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান দারুণ সমাদৃত।
টেস্ট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলারদের একজন হোল্ডিং ক্রিকেট থেকে অবসর নেন ১৯৮৭ সালে। ১৯৭৫ সালে অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে খেলেন ৬০টি টেস্ট ও ১০২ ওয়ানডে। অবসরের পরের বছরই ক্যারিবিয়ানে ধারাভাষ্য শুরু করেন। গত বছর এক রেডিও অনুষ্ঠানে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
“আমি নিশ্চিত নই ২০২০ সালের পর কতদিন ধারাভাষ্য চালিয়ে যাব। এই বয়সে খুব বেশিদূর এগোতে পারব বলে আমার মনে হয় না। এখন আমার বয়স ৬৬ বছর, ৩৬, ৪৬ বা ৫৬ নয়।”
“স্কাইকে আমি বলেছি, একসঙ্গে এক বছরের বেশি সময় চুক্তি করতে পারব না। এ বছর (২০২০) যদি খেলা আর না হয়, তাহলে হয়তো ২০২১ সাল নিয়ে আমাকে ভাবতে হবে। কারণ স্কাই থেকে হুট করে চলে যেতে পারি না, এই প্রতিষ্ঠান আমার জন্য অনেক কিছু করেছে।”
গত বছর শ্বেতাঙ্গ পুলিশদের হাতে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে বর্ণবাদ নিয়ে প্রতিবাদী অবস্থান নেন টেস্টে ২৪৯ উইকেটশিকারি হোল্ডিং। বর্ণবাদ এবং অন্যান্য বৈষম্য নিয়ে অবশ্য বরাবরই তিনি সরব।
-
চান্দিমাল-ডিকভেলার প্রতিরোধ
-
মিরপুর টেস্টেও মিরাজকে পাচ্ছে না বাংলাদেশ
-
আবার মাঠের বাইরে শরিফুল
-
‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
ফারজানা-নিগারের ব্যাটে রূপালী ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর