শ্রীলঙ্কায় অধিনায়ককে আর পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

প্রথম ওয়ানডেতে হারের পর আরেকটি দুঃসংবাদ শুনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। আঙুলের চোটে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2021, 11:25 AM
Updated : 3 Sept 2021, 11:25 AM

কলম্বোতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার রান তাড়ায় ২৬তম ওভারের ঘটনা সেটি। শ্রীলঙ্কার ফিল্ডারের থ্রোয়ে বল এসে লাগে ব্যাটসম্যান বাভুমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে। একটু পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা শুক্রবার এক বিবৃতিতে জানায়, স্ক্যানে ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের আঙুলে চিড় ধরা পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে যত দ্রুত সম্ভব তাকে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

বাভুমার অনুপস্থিতিতে বাকি দুই ওয়ানডেতে দলের অধিনায়কত্ব করবেন স্পিনার কেশভ মহারাজ। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কে নেতৃত্ব দেবেন, তা এখনও জানানো হয়নি।

প্রথম ওয়ানডেতে ৩০১ রানের লক্ষ্য তাড়ায় ১৪ রানে হারে দক্ষিণ আফ্রিকা। আগামী শনিবার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।