বাংলাদেশে আসতে পাকিস্তানের ভিসার অপেক্ষায় আফগান যুবারা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2021 03:27 PM BdST Updated: 29 Aug 2021 03:27 PM BdST
কাবুল থেকে বিমান যোগাযোগ বন্ধ। বাংলাদেশ সফরের জন্য তাই বিকল্প পথ বেছে নিচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাসে পাকিস্তান গিয়ে সেখান থেকে ফ্লাইটে ঢাকায় আসার পরিকল্পনা করেছে দলটি। আপাতত তারা পাকিস্তানের ভিসা পাওয়ার অপেক্ষায় আছে।
যুব টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসার কথা ছিল আফগান যুবাদের। মাঠের লড়াই শুরু হওয়ার কথা আগামী ৭ সেপ্টেম্বর। পরিবর্তিত পরিস্থিতিতে সিরিজটি পিছিয়ে যাচ্ছে নিশ্চিতভাবেই।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, পাকিস্তানের ভিসা পেলেই সফরের জন্য রওনা হবেন তারা।
ভ্রমণ ও লজিস্টিকাল জটিলতার কারণেই কদিন আগে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ওয়ানডে সিরিজ পিছিয়ে যায়। সিরিজটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়ে আফগানরা। পরে বাসে পাকিস্তানে গিয়ে সেখানে সিরিজটি খেলার আলোচনা হয়েছিল। কিন্তু আফগান ক্রিকেটারদের মানসিক অবস্থা বিবেচনায় সিরিজটি আর হয়নি এখন।
আফগানদের ভ্রমণ জটিলতা থাকলেও এই সিরিজ খেলতে মরিয়া বাংলাদেশ। কোভিড মহামারীর কারণে আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি এখনও পর্যন্ত খুব একটা ভালো হয়নি বাংলাদেশের যুবাদের। ম্যাচ অনুশীলনের জন্য হাপিত্যেশ করতে থাকা দল আফগানদের জন্য অপেক্ষা করতে রাজি।
সিরিজটি পিছিয়ে যেতে পারে, এই মানসিক প্রস্তুতি অবশ্য আগেই ছিল বিসিবির। বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার রোববার বললেন, আফগানরা দেরিতে এলেও সমস্যার কিছু নেই।
“তারা এক সপ্তাহ দেরিতে এলেও আমাদের আপত্তির কোনো কারণ নেই। সেপ্টেম্বরে এমনিতেই আমাদের আর কোনো খেলা নেই। হাতে পর্যাপ্ত সময় তাই আছে। আমাদের ছেলেদের ম্যাচ অনুশীলন জরুরি। আফগানিস্তানের ছেলেরাও এই সিরিজের জন্য ট্রেনিং করেছে। আশা করি সিরিজটি হবে।”
এই সিরিজের জন্য গত ১৯ অগাস্ট থেকে সিলেটে জৈব-সুরক্ষা বলয়ে ক্যাম্প করছে বাংলাদেশের যুবারা। সিরিজের পাঁচটি যুব ওয়ানডে ও একটি যুব টেস্টের সব ম্যাচই হওয়ার কথা সিলেটে।
আগামী নভেম্বরে ভারতে একটি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে। সেখানে তৃতীয় দলটি হতে পারে শ্রীলঙ্কা।
-
লঙ্কানদের চারশর আগে থামাতে চায় বাংলাদেশ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা