ল্যাঙ্গাভেল্ট-ডালা যেতে পারছেন না শ্রীলঙ্কা সফরে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2021 09:22 PM BdST Updated: 11 Sep 2021 12:29 AM BdST
করোনাভাইরাস হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলে। আক্রান্ত হয়েছেন দলটির বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট ও পেসার জুনিয়র ডালা। সেরেও উঠছেন দুই জন, কিন্তু শ্রীলঙ্কা সরকারের প্রটোকলের কারণে দলের সঙ্গে সফরে যেতে পারছেন না তারা।
কয়েক সপ্তাহ আগে কোভিড-১৯ পজিটিভ হন ল্যাঙ্গাভেল্ট ও ডালা। এরপর দুইজনের ফলই এসেছে নেগেটিভ। তবে লঙ্কান সরকার নিয়ম করেছে, দেশটিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে কেউ করোনাভাইরাস পজিটিভ হতে পারবে না। আর এই কারণেই সফরে তাদের পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
লম্বা সময় পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন ডালা। ২০১৮ সালে শ্রীলঙ্কা সফরেই সবশেষ এই সংস্করণে খেলেছিলেন তিনি। কিন্তু এবার নিয়মের মারপ্যাঁচে শেষ হয়ে গেছে তার ফেরার আশা।
ডালার জায়গায় ৫ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা লুথো সিপামলাকে দলে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। আর বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টের অনুপস্থিতিতে দলের সঙ্গে যাবেন নর্দানসের কোচ মান্ডলা মাশিমবি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি গিয়েছিলেন সহকারি কোচ ইনক এনকুয়ের বদলি হিসেবে।
সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের লড়াই শুরু হবে তাদের। সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ২, ৪ ও ৭ সেপ্টেম্বর। আর টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে কলম্বোয়।
-
মুশফিকের ৫ হাজার, লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ