‘সবচেয়ে কঠিন উইকেট ছিল আজ’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2021 11:30 PM BdST Updated: 07 Aug 2021 11:58 PM BdST
সিরিজের চার ম্যাচের মধ্যে ব্যাটিংয়ের জন্য কঠিনতম উইকেট চতুর্থ ম্যাচেই ছিল বলে মনে করেন মাহমুদউল্লাহ। এটিকে অবশ্য হারের অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। দায় দিচ্ছেন তিনি দলের ব্যাটিংকে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভার খেলে করতে পারে কেবল ১০৪ রান। শুরুটা যদিও খারাপ হয়নি। প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে রান ছিল ২২। এক পর্যায়ে রান ছিল ১ উইকেটে ৪৮। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে দিশা হারায় দল।
এই ম্যাচের উইকেটেই হয়েছিল দ্বিতীয় ম্যাচ। সেদিন অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রেখে বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে। চতুর্থ ম্যাচে ওই স্কোর হলেই জয়ের জন্য যথেষ্ট হতো বলে মনে করেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক ম্যাচ শেষে বললেন, উইকেট তারা পুরোপুরি বুঝতে পারেননি।
“উইকেট খুব ভালো পড়তে পারিনি আমরা। সম্ভবত ১২০ রানের উইকেট ছিল এটি। ১১৫ থেকে ১২০ রানের উইকেট ছিল। ১০-১৫ রানের ঘাটতি ছিল আমাদের। বোলাররা দারুণ করেছে, ১৯ ওভার পর্যন্ত টেনে নিয়ে গেছে ম্যাচ। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরেকটু সতর্ক ও সেন্সিবল হওয়া উচিত।”
“আজকের উইকেট সম্ভবত সবচেয়ে কঠিন ছিল, এই সিরিজের ম্যাচগুলির মধ্যে। যা হয়ে গেছে, সেখান থেকে আমরা কিছু পাব না। সামনে তাকাতে হবে আমাদের এবং ব্যাটিংয়ে সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে হবে।”
সিরিজের শেষ ম্যাচ সোমবার।
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস