পাঁচ ছক্কায় সাকিবের দুঃসহ ওভার

বড় শট খেলার জন্যই প্রমোশন দিয়ে পাঠিয়েছিল দল। সেই কাজে দারুণ সফল ড্যানিয়েল ক্রিস্টিয়ান। সাকিব আল হাসানের এক ওভারে মারলেন পাঁচ ছক্কা!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2021, 02:43 PM
Updated : 7 August 2021, 02:43 PM

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে পাঁচ ছক্কার দুঃসহ অভিজ্ঞতা এই প্রথম হলো সাকিবের। কোথায় বল ফেলবেন যেন ভেবে পাচ্ছিলেন না বাঁহাতি এই স্পিনার।

ক্রিস্টিয়ান প্রথম ছক্কা মারেন ফ্লিকের মতো খেলে, দারুণ টাইমিংয়ে লং অন দিয়ে। পরের দুটি ছক্কা স্লগ করে মিড উইকেট দিয়ে।

চতুর্থ বলটিতেও সজোরে মারেন ক্রিস্টিয়ান, তবে ব্যাটে-বলে করতে পারেননি। পরের দুই বলে আবার দুটি ছক্কা। লং অন দিয়ে একটি, মিড উইকেট দিয়ে আরেকটি।

এক ওভারে ৩০ রান আগেও দিয়েছেন সাকিব। ২০১৯ সালে জিম্বাবুয়ে রায়ান বার্ল এই মিরপুরেই সাকিবের ওভারে তিনটি করে ছক্কা ও চারে করেছিলেন ৩০ রান। এবার ক্রিস্টিয়ান ৫ ছক্কায় নিলেন ৩০।

বাংলাদেশের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড অবশ্য এটি নয়। ২০১৭ সালে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ৩১ রান নিয়েছিলেন সাইফ উদ্দিনের এক ওভারে। সেই ওভারে ছিল টানা ৫টি ছক্কা, শেষ বলে সিঙ্গেল।