‘সাকিব দেখিয়েছে, সে কতটা গুরুত্বপূর্ণ’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2021 10:46 PM BdST Updated: 04 Aug 2021 11:37 PM BdST
পাঁচ ম্যাচে চার জয়, এতটা ভালো সময় টি-টোয়েন্টিতে খুব একটা কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়েতে সিরিজ জিতে আসার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয়। অবদান রাখছেন অনেকেই। সবার মাঝে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের অবদানকে বড় করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অপরাজিত ৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আফিফ হোসেন। তবে সাকিব ও মুস্তাফিজেরও ছিল বড় ভূমিকা।
প্রথম ম্যাচে ২৩ বলে ৩৬ রানের ইনিংসের সঙ্গে আঁটসাঁট বোলিংয়ে ২৪ রানে ১ উইকেট নিয়ে অবদান রাখেন সাকিব। এবার ২২ রানে ১ উইকেট নেওয়ার সঙ্গে খেলেন ২৬ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস।
আর মুস্তাফিজ প্রথম ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ে ১৬ রানে ২ উইকেট নেন। এবার ৩ উইকেট নিলেন কেবল ২৩ রান দিয়ে।
আগের ম্যাচে রান তাড়ায় অস্ট্রেলিয়া থেমেছিল ১০৮ রানে। এবার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সফরকারীরা করতে পারে কেবল ১২১। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ জানান, দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ ছিলেন সাকিব ও মুস্তাফিজ।
“আমাদের বোলাররা খুব ভালো করেছে, ওদের ১২১ রানে আটকে রেখেছে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ছিল। সে দেখিয়েছে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ।”
“এই ধরনের কন্ডিশনে সবসময় মুস্তাফিজের সেরাটা পাওয়া যায়। এমন কন্ডিশনে ও বেশ কার্যকর। শরিফুল খুব ভালো বোলিং করেছে। যারা বোলিং করেছে, তাদের সবাই আজ ভালো করেছে।”
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়