বাংলাদেশের জয়ের ‘ফিফটি’

হোয়াইটওয়াশ, সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট, এসবের সঙ্গে আরেকটি প্রাপ্তিও আছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটের জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হয়ে গেল বাংলাদেশের অর্ধশত জয়!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 03:47 PM
Updated : 20 July 2021, 06:03 PM

এই প্রথম কোনো দলের বিপক্ষে ৫০ ওয়ানডে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে ৭৮ ওয়ানডে খেলে এলো বাংলাদেশের পঞ্চাশতম জয়।

অথচ একটা সময় জিম্বাবুয়েকে হারানোও ছিল বাংলাদেশের জন্য স্বপ্নের মতো। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, অ্যালেস্টার ক্যাম্পবেল, হিথ স্ট্রিক, নিল জনসন, মারে গুডউইন, গাই হুইটাল, পল স্ট্র্যাং, ব্রায়ান স্ট্রাং, শন আরভিনদের সেই জিম্বাবুয়ে ছিল বাংলাদেশের জন্য একরকম পরাশক্তি। তাদের কাছে প্রথম ১০ ওয়ানডেতেই হেরেছিল বাংলাদেশ।

২০০৪ সালে জিম্বাবুয়েকে যখন প্রথমবার হারায় বাংলাদেশ। সেদিন সারা দেশে যেন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। ঢাকাসহ দেশের অনেক জায়গায় বিজয় মিছিলও হয়েছিল।

সময়ের পরিক্রমায় সেই জিম্বাবুয়ে ক্ষয়ে যেতে থাকে নানা কঠিন বাস্তবতায়। বাংলাদেশ হয়ে উঠতে থাকে আরও শক্তিশালী। লড়াইয়ের ছকও উল্টে যায়। নিজেদের মাঠে তবু জিম্বাবুয়ে সবশেষ দুটি ওয়ানডে সিরিজ জিততে পেরেছিল। এবার সেখানেও রাজত্ব করল বাংলাদেশ।

এই ৫০ জয়ের ১৯টি এলো সবশেষ ১৯ ওয়ানডেতে টানা।

আর কোনো দলের বিপক্ষে সব মিলিয়ে ২০ জয়ের রেকর্ডও নেই বাংলাদেশের। এত ম্যাচও অবশ্য অন্য কোনো দলের সঙ্গে হয়নি।

ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের সঙ্গে ৪১ ওয়ানডেতে জয় ১৮টি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৮ ওয়ানডে খেলে বাংলাদেশের জয় ১০টি, শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ ম্যাচ খেলে ৯টি।

এক প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ভারতের। শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা ৯৩ ম্যাচে।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয় ৯২টি, নিউ জিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ও ৯২টি।