ইংল্যান্ড সফর শেষ হারিস সোহেলের

হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছেন হারিস সোহেল। তাতে ইংল্যান্ড সফর শেষ হয়ে গেছে পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। দেশে ফেরত পাঠানো হবে তাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 12:53 PM
Updated : 8 July 2021, 12:53 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার বিবৃতিতে সোহেলের ছিটকে পড়ার কথা জানায়। দেশে ফিরে লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে চার সপ্তাহের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে তাকে।

তার বদলি হিসেবে কারো নাম জানায়নি পিসিবি।

দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়ে দুটি নেট সেশনের পর পায়ের পেশিতে টান লাগার কথা জানান সোহেল। এরপর নিজেদের মধ্যে খেলা প্রথম অনুশীলন ম্যাচে খেলেননি তিনি। পরে খেলতে পারেননি দ্বিতীয়টিতেও।

বুধবার তার এমআরআই স্ক্যান করানো হয়। সেখানে ধরা পড়ে চোট।

সোহেলকে রাখা হয়েছিল কেবল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে। গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন তিনি।

দুই দলের ওয়ানডে সিরিজটি শুরু হয়েছে বৃহস্পতিবার। পরের দুটি ম্যাচ আগামী শনি ও মঙ্গলবার। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা, যা শুরু আগামী ১৬ জুলাই।