ফের আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2021 07:39 PM BdST Updated: 06 Jul 2021 07:39 PM BdST
কদিন আগে রশিদ খান নিজেই বলেছিলেন, অধিনায়কের দায়িত্বকে ভয় পান তিনি। কারণ, তাতে যদি তার পারফরম্যান্সে প্রভাব পড়ে। কিন্তু তাকেই আবার দেওয়া হলো নেতৃত্বভার। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে দলটির এই লেগ স্পিনারকে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। রশিদের সহকারী হিসেবে থাকবেন নাজিবউল্লাহ জাদরান।
গত মে মাসে আসগর আফগানকে তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় এসিবি। বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদিকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দেয় তারা। কিন্তু সে সময় টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করেনি আফগান বোর্ড।
টি-টোয়েন্টি সহকারী অধিনায়কের পদ নিয়েই খুশি থাকার কথা কদিন আগে বলেছিলেন রশিদ। নেতৃত্বের ভারে মাঠের পারফরম্যান্সের ওপর বাজে প্রভাব পড়ার ভয়ে ছিলেন তিনি। কিন্তু সেই ভয়ই জয় করার চ্যালেঞ্জ এলো তার সামনে।
আফগানিস্তানের নেতৃত্বে এই প্রথমবার নন রশিদ। ২০১৯ বিশ্বকাপের আগ মুহূর্তে আফগানিস্তানের নেতৃত্বের পালাবদলে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছিলেন তিনি। দুই মাস পর তিন সংস্করণেই অধিনায়ক করা হয় তাকে।
রশিদের নেতৃত্বে সাত টি-টোয়েন্টির চারটিতে জেতে আফগানিস্তান, বাকি তিনটিতে হার। এই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। তবুও আট মাস পরেই সরিয়ে দেওয়া হয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু দিন আগে তাকেই আবার ফেরাল আফগানিস্তান।
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা