শতভাগ সুস্থ হয়েই ফিরবেন স্মিথ, আশা পেইনের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2021 10:08 PM BdST Updated: 05 Jul 2021 10:08 PM BdST
লম্বা সময় ধরে কনুইয়ের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, প্রয়োজন হলে অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা থেকে বিরত থাকবেন। অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনেরও চাওয়া, তড়িঘড়ি করে ক্রিকেটে না ফিরে দীর্ঘমেয়াদে ক্যারিয়ারের কথা ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন স্মিথ।
গত এপ্রিলে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন স্মিথ। ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মাঝপথেই টুর্নামেন্ট থেমে যাওয়ার আগে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে ছিলেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। পরে সংবাদমাধ্যমে খবর আসে, কনুইয়ের চোট নিয়েই আইপিএলে খেলেছেন তিনি, যা চোটকে আরো ক্ষতিগ্রস্ত করেছে।
তিন সংস্করণেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ স্মিথ। তবে টেস্ট ক্রিকেটে তার ব্যাটটা বরাবরই চওড়া। সবশেষ অ্যাশেজেও দারুণ সফল। ৪ টেস্টে করেন ৭৭৪ রান।
দলের সেরা ব্যাটসম্যানকে দ্রুত ২২ গজে দেখতে চাইলেও তাই পেইনের নজর স্মিথের পুরোপুরি সেরে ওঠার দিকেই। তার আশা, স্মিথ তখনই মাঠে ফিরবেন যখন তিনি শতভাগ সুস্থ বোধ করবেন।
“আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সে খেলার জন্য শতভাগ প্রস্তুত কিনা, সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক আর অ্যাশেজই হোক। স্বার্থপরভাবে চিন্তা করলে, আমি তাকে ১০০ ভাগ ফিট দেখতে চাই আর সেটার জন্য যদি সে টুর্নামেন্টে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) না খেলতে পারে, তাহলে সে খেলবে না।”
“কিন্তু স্মিথ পেশাদার, সে জানে শারীরিকভাবে সে কেমন বোধ করছে এবং সে যদি সুস্থ বোধ না করে তাহলে সে সঠিক সিদ্ধান্তই নিবে। এখন এটা গুরুত্বপূর্ণ যে সেরে উঠতে তার কত সময় লাগে, সেটা শুধু অ্যাশেজের জন্য নয়, আগামী পাঁচ-ছয় বছরের ক্যারিয়ার লম্বা করার জন্যও।”
সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্মিথ। ২২ গজের বাইরে তার সময়টা লম্বা হতে পারে আরও।
২০১০ সালে অভিষেকের পর থেকে ৭৭ টেস্টে সাত হাজার ৫৪০ রান করেছেন স্মিথ। চোটে আক্রান্ত হওয়ার আগে তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচও টেস্টেই, বছরে শুরুতে ব্রিজবেনে ভারতের বিপক্ষে। ওই ম্যাচে দুই ইনিংসে করেছিলেন ৩৬ ও ৫৫ রান।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া