১০৭ রানও করতে পারল না মাহমুদউল্লাহর দল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2021 10:02 PM BdST Updated: 16 Jun 2021 10:34 PM BdST
-
ফাইল ছবি।
সাব্বির হোসেন ও সাজ্জাদুল হকের বিস্ফোরক ব্যাটিংয়ের পরও সংগ্রহ ছোটই রইলো শাইনপুকুরের। তবে বোলাররা মিলিত অবদানে ১০০ ছাড়ানো সংগ্রহকেই যথেষ্ট প্রমাণ করল। বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের মেলে ধরে হারিয়ে দিল সুপার লিগ নিশ্চিত করা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বুধবার ৮ রানে জিতেছে তারুণ্য নির্ভর দল শাইনপুকুর।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই বল বাকি থাকতে ১০৭ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর। মাহমুদউল্লাহর গাজী গ্রুপ করতে পারে কেবল ৯৯ রান।
বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে পূর্ণাঙ্গ ম্যাচে এর চেয়ে কম রানের পুঁজি নিয়ে জয় আছে কেবল একটি। ২০১২-১৩ মৌসুমে ৯৯ রান করে ২ রানে চিটাগং কিংসকে হারিয়েছিল দুরন্ত রাজশাহী।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারায় শাইনপুকুর। ঝড় তোলেন আরেক ওপেনার সাব্বির। ২৬ বলে তিন ছক্কা ও চারটি চারে করেন ৪১ রান।
এরপর রানের গতি কমে, নিয়মিত উইকেট পড়তে থাকে। এর মাঝেই ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করেন সাজ্জাদুল। দলের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে।
১৪ রানে ৩ উইকেট নিয়ে গাজীর সেরা বোলার মাহমুদউল্লাহ। দুটি করে উইকেট নেন মহিউদ্দিন তারেক ও মেহেদি হাসান।
রান তাড়ায় শুরুতেই মেহেদিকে হারায় গাজী। মোহর শেখের বলে কট বিহাইন্ড হন সৌম্য সরকার। বাঁহাতি এই ওপেনার ৮ বলে করেন কেবল ২।
১৭ রানে একবার জীবন পেয়ে সেই রানেই ফিরে যান মুমিনুল হক। টেস্ট দলের অধিনায়ককে বোল্ড করেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। চারে নেমে অনেকটা সময় থাকলেও স্বচ্ছন্দ ছিলেন না আকবর আলি। সুমন খানের বলে বোল্ড হয়ে শেষ হয় তার সংগ্রাম।
দলের বিপদে হাল ধরতে পারেনি মিডল অর্ডার। মাহমুদউল্লাহ, ইয়াসির আলি, আরিফুল হক, জাকির হাসান যেতে পারেননি দুই অঙ্কে।
শেষের দিকে মোহর শেখের ওপর চড়াও হয়ে আশা জাগিয়েছিলেন নাসুম আহমেদ। এক ছক্কায় সমীকরণ কিছুটা সহজ করেছিলেন তিনি। তবে কাজ শেষ করতে পারেননি, আরেক ছক্কার চেষ্টায় ফিরেন সীমানায় ক্যাচ দিয়ে।
২২ রানে ৪ উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার মোহর। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সুমন ৩ উইকেট নেন ২০ রানে। আঁটসাঁট বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ১১ রান দিয়ে ১ উইকেট নেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে শাইনপুকুর। ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে গাজী।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ক্রিকেট ক্রিকেট ক্লাব: ১৯.৪ ওভারে ১০৭ (তানজিদ ৩, সাব্বির ৪১, তাহজিবুল ৩, হৃদয় ৬, সাজ্জাদুল ২৫, মাহিদুল ১, সুমন ৭*, ইফতেখার ৮, মোহর ১, মুরাদ ৪, তানভির ৮*; মেহেদি ৪-০-৩৬-২, মাহমুদউল্লাহ ৪-০-১৪-৩, নাসুম ৩-০-১৬-০, তারেক ৪-০-২৯-২, মুমিনুল ১-০-১-০, মুকিদুল ৩.৪-০-১১-১)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৯.৩ ওভারে ৯৯ (মেহেদি ৮, সৌম্য ২, মুমিনুল ১৭, আকবর ১২, মাহমুদউল্লাহ ৪, ইয়াসির ২, আরিফুল ৯, জাকির ৬, মুকিদুল ১১, নাসুম ১৭, তারেক ১*; মুরাদ ৪-০-১৮-২, তানভির ৪-০-১১-১, সুমন ৪-০-২০-৩, ইফতেখার ৪-০-২৫-০, মোহর ৩.৩-০-২২-৪)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহর শেখ
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ