শ্রীলঙ্কা সফরে ভারতের নেতৃত্বে ধাওয়ান

বিরাট কোহলি, রোহিত শর্মারা ব্যস্ত থাকবেন ইংল্যান্ডে, লাল বলের ক্রিকেটে। সেই সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের আরেকটি দল। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সহ-অধিনায়ক করা হয়েছে ভুবনেশ্বর কুমারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2021, 06:19 PM
Updated : 10 June 2021, 06:19 PM

ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৪১ ম্যাচ খেলা বাঁহাতি ওপেনার ধাওয়ান এই প্রথম দেশকে নেতৃত্ব দেবেন। 

ভারতের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে টেস্ট। স্বাভাবিকভাবেই অনেক বড় নামই অনুপস্থিত শ্রীলঙ্কা সফরের দলে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গয়কোয়াড, নিতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম ও চেতন সাকারিয়া। 

ভারতীয় ক্রিকেটের পাইপলাইন যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সমৃদ্ধ। ইংল্যান্ড সফরের জন্য কোহলির নেতৃত্বে বিশাল দল পাঠানোর পরও শক্তিশালী দল পাঠাতে পারছে শ্রীলঙ্কায়।

হার্দিক পান্ডিয়া, মনিশ পান্ডে, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহারদের মতো নিয়মিত মুখ আছেন ২০ সদস্যের দলে। ডাক পেয়েছেন পৃথ্বি শ, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ইশান কিষানের মতো ঘরোয়া ক্রিকেটের পারফরমাররা। সঙ্গে যাচ্ছেন পাঁচ নেট বোলার।  

শ্রীলঙ্কা সফরের ভারত দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), পৃথ্বি শ, দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গয়কোয়াড, সূর্যকুমার যাদব, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নিতিশ রানা, ইশান কিষান (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চেহেল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদিপ যাদব, বরুন চক্রবর্তী, দিপক চাহার, নবদিপ সাইনি, চেতন সাকারিয়া।  

নেট বোলার: ইশান পোরেল, সন্দিপ ওয়ারিয়ার, আর্শদিপ সিং. সাই কিশোর, সিমারজিত সিং।