সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে সাকিবদের বিরুদ্ধে তদন্ত

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনে জৈব-সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে তদন্ত শুরু করেছে বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ঘটনাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা ও ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2021, 03:03 PM
Updated : 5 June 2021, 03:28 PM

বিবৃতিতে শনিবার রাতে জানানো হয়, শুক্রবার মোহামেডানের অনুশীলনে সুরক্ষা-বলয় ভাঙার সম্ভাব্য এই ঘটনাটি ঘটেছে।

সুনির্দিষ্ট করে ঘটনার উল্লেখ নেই বিবৃতিতে। তবে শুক্রবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে ছিলেন কোচ মেহরাব হোসেন, ম্যানেজার সাজ্জাদ আহমেদ ও কয়েকজন নেট বোলার।

সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, ঘটনা তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন।

“এই ঘটনার কথা জানতে পেরে আমরা হতাশ। সিসিডিএম ও বিসিবি ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়েছে। দলগুলির ক্রিকেটার ও কর্মকর্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করে সম্ভাব্য সেরা আবাসন ও সুযোগ-সুবিধা দিয়ে আমরা বায়ো সিকিউরিটি বাবল গড়ে তোলার চেষ্টা করেছি।”

“এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।”