সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে সাকিবদের বিরুদ্ধে তদন্ত
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2021 09:03 PM BdST Updated: 05 Jun 2021 09:28 PM BdST
-
মাঠের পারফরম্যান্স দুর্দান্ত হলেও মোহামেডানের বিরুদ্ধে তদন্ত হচ্ছে অনুশীলনে সুরক্ষা বলয় ভাঙা নিয়ে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনে জৈব-সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে তদন্ত শুরু করেছে বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ঘটনাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা ও ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা।
বিবৃতিতে শনিবার রাতে জানানো হয়, শুক্রবার মোহামেডানের অনুশীলনে সুরক্ষা-বলয় ভাঙার সম্ভাব্য এই ঘটনাটি ঘটেছে।
সুনির্দিষ্ট করে ঘটনার উল্লেখ নেই বিবৃতিতে। তবে শুক্রবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে ছিলেন কোচ মেহরাব হোসেন, ম্যানেজার সাজ্জাদ আহমেদ ও কয়েকজন নেট বোলার।
সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, ঘটনা তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন।
“এই ঘটনার কথা জানতে পেরে আমরা হতাশ। সিসিডিএম ও বিসিবি ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়েছে। দলগুলির ক্রিকেটার ও কর্মকর্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করে সম্ভাব্য সেরা আবাসন ও সুযোগ-সুবিধা দিয়ে আমরা বায়ো সিকিউরিটি বাবল গড়ে তোলার চেষ্টা করেছি।”
“এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের