টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ড্র বা টাই হলে যুগ্ম চ্যাম্পিয়ন

আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপের এক ম্যাচের ফাইনাল ড্র বা টাই হলে কী হবে?-অনেকের মনে ঘুরপাক খাওয়া প্রশ্নটির জবাব মিলল এবার। এমনটা হলে ভারত ও নিউ জিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 10:32 AM
Updated : 28 May 2021, 11:47 AM

সাউথ্যাম্পটনে আগামী ১৮ জুন মাঠে গড়াবে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এর হালনাগাদ করা ‘প্লেয়িং কন্ডিশন’ শুক্রবার জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ফাইনালে থাকছে রিজার্ভ ডেও। তবে খেলা রিজার্ভ ডেতে তখনই গড়াবে, যদি কোনো কারণে নির্ধারিত পাঁচ দিনে সময় নষ্ট হয় এবং তা ওই দিনগুলোতে পুষিয়ে নেওয়া সম্ভব না হয়। পুরো পাঁচ দিন খেলা হওয়ার পর ফল না এলে ড্র ঘোষণা করা হবে ম্যাচ।

ম্যাচে সময় নষ্ট হলে ম্যাচ রেফারি তা নিয়মিত দুই দল ও গণমাধ্যমকে জানাবেন। রিজার্ভ ডেতে খেলার প্রয়োজন আছে কি-না, তা পঞ্চম দিনের শেষ ঘণ্টার খেলা শুরুর আগে ঘোষণা করা হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী চক্রের জন্য ‘প্লেয়িং কন্ডিশন’ ২০১৮ সালেই নির্ধারণ করা হয়েছিল। ফাইনালের আগে তা হালনাগাদ করেছে আইসিসি।