সতীর্থরা কতটা আগলে রেখেছিলেন, মনে পড়ছে মিরাজের
ক্রীড়া প্রতিবেদক,
Published: 26 May 2021 10:21 PM BdST Updated: 26 May 2021 10:21 PM BdST
সাফল্যের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মেহেদী হাসান মিরাজ। দেশের হয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়ার পর তার মনে পড়ছে, কঠিন সময়ে কতটা আগলে রেখেছিলেন সতীর্থরা। তরুণ এই অফ স্পিনারের ধারণা, সে সময় এতোটা সহায়তা না পেলে হয়তো আজ ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে যেতে পারতেন না তিনি।
আইসিসির বুধবার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট পাওয়া এই অফ স্পিনারের রেটিং পয়েন্ট এখন ৭২৫। ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানের ৭১৭ পয়েন্ট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। বুধবার অনুশীলন ছিল না স্বাগতিকদের হোটেলেই খবরটা পান মিরাজ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এই অফ স্পিনার জানান, এই সময়ে সতীর্থদের সমর্থনের কথাই বেশি মনে পড়ছে তার।
“সতীর্থরা সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে। আমার নিজের কাছেও খুব ভালো লাগছে যে, আমার সতীর্থরা সবাই আমাকে সাপোর্ট করছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হয় যখন, সতীর্থরা আমাকে সাপোর্ট করে। ব্যক্তিগতভাবে যখন পিছন থেকে আমাকে সমর্থন করে তখন খুব ভালো লাগে।”
“খারাপ সময় কিন্তু সবারই যায়। ভালো সময়, খারাপ সময়ে যখন সতীর্থরা পাশে থাকে একটা খেলোয়াড়ের জন্য কিন্তু সেটা অনেক বড় একটা পাওয়া। আমার খারাপ সময়ে সবাই আমাকে সমর্থন দিয়েছে। পেছন থেকে আমাকে অনেক উৎসাহ দিয়েছে। হয়তো সেই সময়টা আমি উতরাতে না পারলে আজ এখানে আসতে পারতাম না। সতীর্থ, ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই যে, আমার খারাপ সময়ে তারা আমাকে ভালোভাবে সাপোর্ট করেছে।”
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া