শ্রীলঙ্কা দলে কোভিডের হানা, প্রথম ওয়ানডে ‘চলবে’

শঙ্কা ও অনিশ্চয়তার পর অবশেষে সময়মতোই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে শুরুর আগে প্রথম কোভিড পরীক্ষায় শ্রীলঙ্কার তিনজন পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। তবে ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে পাওয়া দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ কেবল একজন। এরপর বিসিবি জানায়, আইসিসির প্রটোকল অনুযায়ী খেলা চালাতে সমস্যা নেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2021, 04:38 AM
Updated : 23 May 2021, 05:27 AM

ম্যাচের আগের দিন নিয়মিত কোভিড পরীক্ষায় পজিটিভ হন শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস, দুই পেসার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। পরে দ্বিতীয় পিসিআর পরীক্ষায় ভাস ও উদানার নেগেটিভ আসে। আবারও পজিটিভ আসে ফার্নান্দোর ফল। নিয়ম অনুযায়ী তাকে আইসোলেশনে রেখে চলবে সিরিজের কার্যক্রম।

তিন ম্যাচ প্রথম ওয়ানডে শুরু রোববার দুপুর একটার।

শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের পজিটিভ হওয়ার খবর ম্যাচের সকালে ছড়িয়ে পড়লে শঙ্কা জাগে সিরিজ নিয়ে। বিসিবি কর্তারাও দীর্ঘসময় কোনো মন্তব্য করছিলেন না। অবশেষে সকাল পৌনে ১১টায় বিসিবি পরিচালক ও মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন, ম্যাচ সময়মতোই হবে।

“ কালকে তাদের তিনজনের ফল আসে পজিটিভ। তবে এটা ‘ফলস’ বলে আমাদের একটা ধারণা ছিল। যেহেতু সকালে পরীক্ষা করিয়ে রাতে ফল দিয়েছে, তাড়াহুড়োয় কোনো ভুল হতে পারে। পরে রাতেই আবার পরীক্ষা করা হয়। একটু আগে সেই ফল পেয়েছি আমরা। শুধু শিরান ফার্নান্দো পজিটিভ, বাকিরা নেগেটিভ। ফার্নান্দোরও কোভিডের কোনো লক্ষণ নেই। ”

“খেলা চলবে, আইসিসির প্রটোকল অনুযায়ী খেলা চালাতে কোনো সমস্যা নেই। আক্রান্তকে আইসোলেশনে রাখা হয়েছে। এসব শঙ্কা আছে বলেই তো এখন বড় স্কোয়াড রাখা হয় সব সিরিজে।”

২৮ বছর বয়সী ফার্নান্দো এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। রোববারের ম্যাচে তার খেলার সম্ভাবনা এমনিতেই কম ছিল।

শ্রীলঙ্কার বোলিং কিংবদন্তি ভাস এর মধ্যেই কোভিড টিকার দুই ডোজ নিয়েছেন। দলের বাকি সবাই অন্তত এক ডোজ টিকা নিয়ে বাংলাদেশে এসেছেন।

লঙ্কান গণমাধ্যমের খবর, বাংলাদেশে জৈব-সুরক্ষা বলয়ের মান নিয়ে সন্তুষ্ট নয় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। যদিও দল থেকে আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে কিছু এখনও জানানো হয়নি।