আইপিএলে ৫ হাজারে দ্রুততম ডি ভিলিয়ার্স

দারুণ এক কীর্তি গড়লেন এবি ডি ভিলিয়ার্স। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বিস্ফোরক ইনিংসের পথে আইপিএলে বলের হিসাবে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এই তারকা ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 05:01 PM
Updated : 27 April 2021, 05:06 PM

আহমেদাবাদে মঙ্গলবার পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন তিনি। ৫টি ছক্কা ও ৩টি চারে গড়েন ইনিংসটি।

পাঁচ হাজারে পা রাখতে ডি ভিলিয়ার্সের প্রয়োজন ছিল ২২ রান। বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলকে ছক্কায় উড়িয়ে স্পর্শ করেন মাইলফলক।

তিন হাজার ২৮৮ বলে ৫ হাজার ছুঁয়ে ডি ভিলিয়ার্স ভাঙলেন ডেভিড ওয়ার্নারের রেকর্ড। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের লেগেছিল তিন হাজার ৫৪৪ বল। ইনিংসের হিসাবে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড অবশ্য এখনও ওয়ার্নারের দখলে, ১৩৫ ইনিংস। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের লাগল ১৬১ ইনিংস।

সব মিলিয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ হাজার রান করলেন ডি ভিলিয়ার্স। দুই বিদেশি ছাড়া বাকিরা ভারতের-বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না ও শিখর ধাওয়ান। ৬ হাজার ৪১ রান নিয়ে সবার ওপরে কোহলি। তার বেঙ্গালোর সতীর্থ ডি ভিলিয়ার্সের রান এখন ৫ হাজার ৫৩।