দক্ষিণ আফ্রিকার চুক্তিতে নেই দু প্লেসি
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2021 12:48 PM BdST Updated: 17 Mar 2021 04:50 PM BdST
টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এবার দক্ষিণ আফিকার কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেলেন ফাফ দু প্লেসি। ২০২১-২২ মৌসুমের জন্য বোর্ডের চুক্তিতে নেই অভিজ্ঞ এই ব্যাটসম্যানের নাম। তার জায়গায় প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন হাইনরিখ ক্লাসেন।
চুক্তিবদ্ধদের ১৬ জনের তালিকায় আগের মৌসুম থেকে পরিবর্তন কেবল এই একটিই।
২৯ বছর বয়সী ক্লাসেন এখনও পর্যন্ত খেলেছেন ১ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি। সম্প্রতি পাকিস্তান সফরে শীর্ষ কয়েকজন ক্রিকেটার না থাকায় টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এই কিপার-ব্যাটসম্যান।
দু প্লেসি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঠিক ১ মাস পর এলো তাকে চুক্তির বাইরে রাখার এই ঘোষণা। যদিও সীমিত ওভারের দুই সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেট তিনি চালিয়ে যাবেন, তবে চুক্তিতে না রাখা তার সঙ্গে সমঝোতার অংশ বলেই ধারণা করা হচ্ছে। চুক্তির বাধ্যবাধকতা না থাকায় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি অংশ নিতে পারবেন। টেস্ট থেকে অবসরের সময় এই ইচ্ছার কথাই বলেছিলেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। পাশাপাশি আইসিসি টুর্নামেন্ট ও গুরুত্বপূর্ণ সিরিজে খেলবেন জাতীয় দলের হয়ে।
ছেলেদের পাশাপাশি মেয়েদের দলের ১৫ জনের চুক্তির তালিকাও প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। চুক্তির বাইরেও যারা এই সময়ে জাতীয় দলে খেলবে, তাদেরও চুক্তিতে ঢোকার সুযোগ খোলা রেখেছে বোর্ড।
দক্ষিণ আফ্রিকার পরবর্তী সিরিজ দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে।
চুক্তিবদ্ধ ১৬ জন : টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন