আসগরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2021 08:02 PM BdST Updated: 10 Mar 2021 08:02 PM BdST
-
টেস্টে প্রথম সেঞ্চুরি করা আসগর আফগান। ছবি: আইসিসি।
প্রথম টেস্টে বাজে হারের হতাশা ভুলে দলকে পথ দেখালেন আসগর আফগান। টেস্টে আফগানিস্তান অধিনায়ক করলেন নিজের প্রথম সেঞ্চুরি। তাকে দারুণ সঙ্গ দিয়ে তিন অঙ্ক ছোঁয়ার কাছে হাশমতউল্লাহ শাহিদি। দুই জনের অবিচ্ছিন্ন দেড়শ ছাড়ানো জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহের পথে আফগানিস্তান।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৩ উইকেটে ৩০৭ রান করেছে আফগানিস্তান। আসগর খেলছেন ১০৬ রান নিয়ে, হাশমতউল্লাহর রান ৮৬।
দুই দিনেই শেষ হওয়া প্রথম টেস্টের চেয়ে এই ম্যাচের উইকেট সম্পূর্ণ আলাদা। উইকেটে নেই কোনো ঘাস। প্রথম দিন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সহজ হয়ে এসেছে ব্যাটিং। সেই সুবিধা পুরোপুরি কাজে লাগিয়েছেন আসগর ও হাশমতউল্লাহ।
চতুর্থ উইকেটে তারা গড়েছেন ১৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি। ষষ্ঠ টেস্ট খেলতে নামা আফগানিস্তানের যা যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ইহসানউল্লাহ ও রহমত শাহর ১৩৯ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে জাভেদ আহমাদিকে বিদায় করেন ভিক্টর নিয়াউচি। তৃতীয় স্লিপে ক্যাচ দেন আফগান ওপেনার। থিতু হয়ে যাওয়া রহমত কাটা পড়েন রান আউট হয়ে।
৫৬ রানে ২ উইকেট হারানো দলকে পথ দেখান ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ। তৃতীয় উইকেটে দুই জনে গড়েন ৬৫ রানের জুটি।
৯৩ বলে তৃতীয় টেস্ট ফিফটিতে পৌঁছানো ইব্রাহিমকে বিদায় করেন রায়ার্ন বার্ল। প্রথম স্লিপে ধরা পড়ে আফগান ওপেনার ফেরেন ৮ চারে ৭২ রানে।
এরপরই নিজেদের সেরা জুটি পেয়ে যায় আফগানিস্তান। জুটির শুরুতে দুই ব্যাটসম্যানই ছিলেন সাবধানী। পরে দুই জনই খেলেন নিজেদের স্বাভাবিক ক্রিকেট। বাজে বল পেলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের গতিতে দম দেন আসগর।
দুই মেজাজের ব্যাটিংয়ে ফিফটি করেন দুই ব্যাটসম্যান। ১৫৪ বল লাগে হাশমতউল্লাহর, আসগরের কেবল ৬৪ বল। তার পরের ফিফটি আসে আরও দ্রুত, কেবল ৫৭ বলে।
সে সময় লেগ স্পিনার বার্লের পরপর তিন বলে মারেন এক ছক্কা ও দুই চার। নব্বইয়ের ঘরে ঢুকেন নিয়াউচিকে ছক্কায় ওড়িয়ে। ওই ওভারেই শেষ দুই চারে মেরে ১২১ বলে পৌঁছে যান কাঙ্ক্ষিত তিন অঙ্কে। এরপর দেখেশুনে খেলে কাটিয়ে দেন দিন। ১০৬ রানের অপরাজিত ইনিংসে তার ১২ চার ও ২ ছক্কা।
টেস্টে আফগানিস্তানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে রহমত করেছিলেন ১০২ রান।
টেস্টের আদর্শ ব্যাটিংয়ে ২২৯ বলে ৮৬ রানে দিন শেষ করেন হাশমতউল্লাহ। তিনি মারেন ১২টি চার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৭/৩ (ইব্রাহিম ৭২, জাভেদ ৪, রহমত ২৩, হাশমতউল্লাহ ৮৬*, আসগর ১০৬*; মুজারাবানি ১৯-০৪-৪৩-০, নিয়াউচি ১৪-২-৭৩-১, তিরিপানো ১২-১-৪৫-০, রাজা ১৬-২-৩৭-০, উইলিয়ামস ১৭-৩-৪৫-০, বার্ল ৮-১-৩৪-১, মাধেভেরে ৪-০-২০-০)।
-
৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল