শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক মুডি

নতুন দায়িত্বে শ্রীলঙ্কা ক্রিকেটে ফিরলেন টম মুডি। সাবেক অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2021, 02:58 PM
Updated : 28 Feb 2021, 02:58 PM

রোববার এক বিবৃতিতে তারা জানায়, বোর্ডের টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটির সুপারিশে মুডিকে এই দায়িত্ব দেওয়া হয়। আগামী তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে এসএলসি।

এই সময়ে মুডি কাজ করবেন পরামর্শক হিসেবে। বাধ্যতামূলক ৩০০ দিন কাজ করতে হবে তাকে। এসএলসি বিবৃতিতে জানিয়েছেন, ভবিষ্যৎ সূচি নিয়ে পর্যালোচনা, ঘরোয়া ক্রিকেট কাঠামো, ক্রিকেটারদের কল্যাণ, শিক্ষা ও দক্ষতা উন্নতিতে নজর দেওয়া, সঙ্গে আরও কিছু জায়গা নিয়ে কাজ করবেন তিনি।

এর আগেও শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করেছেন মুডি। দুই বছর ছিলেন দলটির কোচ। তার কোচিংয়েই ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে ফাইনাল খেলে শ্রীলঙ্কা।

এ ছাড়া সিপিএলে ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করেছেন মুডি। একই সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের কোচ ও ক্রিকেট পরিচালক ছিলেন তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।