ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে স্পর্শ করেছিলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। এবার পূর্বসূরিকে ছাড়িয়ে ভারতের অধিনায়ক হিসেবে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডটা নিজের করে নিলেন বিরাট কোহলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2021, 05:58 PM
Updated : 25 Feb 2021, 05:58 PM

আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বৃহস্পতিবার ১০ উইকেটে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ঘরের মাঠে ২৯ টেস্টে অধিনায়ক কোহলির জয় হলো ২২টি। এখানে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়ে ২১টি জিতেছিলেন সাবেক অধিনায়ক ধোনি। 

দেশে ও দেশের বাইরে মিলিয়ে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডে ধোনিকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন কোহলি। এই নিয়ে ৫৯ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে তিনি জিতলেন ৩৫টি। ৬০ টেস্টে অধিনায়ক ধোনির জয় ২৭টি।