রুটের রেকর্ড গড়া বোলিং

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে গড়েছিলেন অনন্য এক কীর্তি। জো রুট এবার বল হাতে গড়লেন আরেক রেকর্ড; ৬.২ ওভারের স্পেলে গুঁড়িয়ে দিলেন ভারতের মিডল ও লোয়ার অর্ডার। স্পিনার হিসেবে সবচেয়ে কম রান দিয়ে টেস্ট ইনিংসে নিলেন ৫ উইকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2021, 02:09 PM
Updated : 25 Feb 2021, 03:57 PM

আহমেদাবাদে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ভারত অলআউট হয় ১৪৫ রানে। অফ স্পিনে রুট মাত্র ৮ রান দিয়ে নেন ৫ উইকেট। টেস্ট ইতিহাসে কোনো স্পিনারের সবচেয়ে কম রান দিয়ে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এটি।

আগের রেকর্ড ছিল যুগ্মভাবে দুই অস্ট্রেলিয়ান টিম মে ও মাইকেল ক্লার্কের। ১৯৯৩ সালে অ্যাডিলেইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন মে। ২০০৪ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সমান রান দিয়ে ক্লার্ক নিয়েছিলেন ৬ উইকেট।

পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার আর্নি টোশ্যাকের। ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে ব্রিজবেনে ২.৩ ওভারে মাত্র ২ রান দিয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি।

১৯৮৩ সালে বব উইলিসের পর প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে রুট নিলেন ৫ উইকেট। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে রুটের চেয়ে কম রান দিয়ে ৫ উইকেট আছে কেবল তারই স্বদেশি আর্থার গিলিগনের। ১৯২৪ সালে এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন সাবেক এই পেসার।

গোলাপি বলের টেস্টে বৃহস্পতিবার ভারতের শেষ পাঁচ ব্যাটসম্যানই রুটের শিকার। ৪২তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফেরান রিশাভ পান্তকে। এরপর যথাক্রমে ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট।

টেস্টে তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেই প্রথমবার পাঁচ উইকেট পেলেন তিনি।